Khidirpur Road Accident: খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের
Kolkata News: তাঁর ছেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপরই উল্টে পড়ে সারবোঝাই গাড়ি।
কলকাতা: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত তৃণমূল কাউন্সিলরের ছেলে। ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল রাম পেয়ারে রাম। তাঁর ছেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপরই উল্টে পড়ে সারবোঝাই গাড়ি। মৃতেরক নাম রামকিঙ্কর রাম। বয়স হয়েছিল ৩৮ বছর।
খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটাপুকুর মর্গের দিকে একটি গ্যারাজে ছিলেন রামকিঙ্কর। সেখান থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন। সেই সময়ই উল্টোদিক থেকে ধেয়ে আসছিল সারবোঝাই লরিটি। তাতে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সার বোঝাই ছিল বলে অভিযোগ. তার উপর রাস্তার অবস্থাও ছিল বেহাল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রামকিঙ্করের গাড়ির উপর পড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ির লরির নিচে পিষ্ট হয়ে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়ির আকার ধারণ করে। তাই জানলার বাইরে দিয়ে রামকিঙ্করের হাত ঝুললেও, তাঁকে চেনা যায়নি। বোঝা যাচ্ছিল না গাড়ির নম্বর প্লেটও। পরে ক্রেন এনে প্রথমে লরিটিকে তোলা হয়। তার পর গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে রামকিঙ্করকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে প্রশাসনের তরফে খবরটি নিশ্চিত করা হয়।
দুর্ঘটনার পর এসএসকেম হাসপাতালে ছুটে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে বেরনোর সময় তিনি বলেন, "পোর্টের ভিতর দিয়ে গোডাউন থেকে সরকারের একটি রাস্তা রয়েছে। ওইখান দিয়েই যাচ্ছিল ছেলেটি। আমাদের কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলে রামকিঙ্কর। ৩৮ বছর বয়স। লোডেড ১০ চাকার লরি ওর গাড়িতে উঠে যায়। গাড়ি সুদ্ধ পিষে গিয়েছে বাচ্চা ছেলে।"
আরও পড়ুন: Kolkata Accident : নেই আলো, রাস্তা বেহাল, ওভারলোডেড লরি, খিদিরপুর দুর্ঘটনায় উঠল একাধিক প্রশ্ন
শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার (Kolkata port Trust) মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।
দুর্ঘটনার পর এসএসকেএম হাসপাতালে ছুটে যান ফিরহাদ হাকিম
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ।