Kolkata News: ভুয়ো সই দেখিয়ে জমি প্রতারণায় আত্মসাৎ ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ২
Kolkata News Update: খাস কলকাতায় জমি প্রতারণা। তাও আবার লক্ষাধিক টাকার। লেকটাউন বাঙ্গুর এলাকায় উঠল এমনই অভিযোগ।
রঞ্জিত সাউ, কলকাতা: খাস কলকাতায় জমি প্রতারণা। তাও আবার লক্ষাধিক টাকার। লেকটাউন (Laketwon) বাঙ্গুর এলাকায় উঠল এমনই অভিযোগ।
লেকটাউন এলাকার একটি জমি বিক্রি নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ওই এলাকার একটি জমি বিক্রি নিয়ে এক ব্যক্তির সঙ্গে কোনওভাবে যোগাযোগ করে দুই অভিযুক্ত। কথাবার্তার পর দাম ঠিক হয়। সেল এগ্রিমেন্ট (Sale Agreemnet) তৈরি করে কথা হয়। তারপর ওই ব্যক্তি কাছ থেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার পরেও জমির বেচার (sale) বাকি প্রক্রিয়া নিয়ে সমস্যা হয়। তার মাঝেই অভিযুক্তদের আচরণ ও ব্যবহারের কারণে সন্দেহ হয় ওই ব্যক্তির। শেষ পর্যন্ত পুলিশের কাছে যান ওই ব্যক্তি। লেকটাউন থানায় (Laketown Police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
তদন্তে পর্দাফাঁস:
তদন্তে নেমে প্রথমেই জমির (land) খোঁজ করে পুলিশ। বাঙ্গুর (Bangur) এলাকার ওই জমিটির খোঁজ পাওয়া যায়। কিন্তু আরও খোঁজখবর করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই জমিটি নিয়ে নানা সমস্যা চলছে। জমিটির যিনি আসল মালিক তাঁর সই জাল করা হয়েছে বলে বেরিয়ে আসে পুলিশের তদন্তে। ওই ব্যক্তির সই জাল (fake signature) করে জমির ভুয়ো কাগজপত্র তৈরি করে ওই দুই অভিযুক্ত। সেই কাগজ দেখিয়ে জমি বেচার চেষ্টা করা হচ্ছিল। তদন্তে এমনটাই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। জমি বেচার খোঁজ নিয়েই অভিযোগকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় এই দুই অভিযুক্তের। তখনই জমি বেচার নামে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুমন ও প্রদীপ। ধৃতদের একজন বাগুইহাটি এবং আর একজন বারাসতের বাসিন্দা। দুইজনকেই বিধাননগর আদালতে তুলবে পুলিশ।