Kolkata Bus Fire: মিনিবাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া! অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক
Kolkata News: বৃহস্পতিবার সকালেই ভয়ঙ্কর ঘটনা। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড! এবার চলন্ত বাসে। অফিস টাইমেই এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বুকে।
এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। যাত্রীরা সুরক্ষিত আছে, এমনটাই জানা গিয়েছে।
পর পর অগ্নিকাণ্ড
শহরে পর পর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। গত একমাসে শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ জুন পার্কস্ট্রিটে ভস্মীভূত হয়ে যায় বন্ধ রেস্তোরাঁ। ১৪ জুন আগুন লাগে অভিজাত অ্যাক্রোপলিস মলে। কয়েকদিনের মধ্যেই ২২ জুন গার্স্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুন ঘিরে আতঙ্ক ছড়ায়। চলতি মাসে ২ জুলাই ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েলের কারখানায় আগুন লাগে। তার ৫ দিনের মাথায় ৭ জুলাই আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। এবার নাগেরবাজারের কাছে যশোর রোডে গেঞ্জির কারখানায় অগ্নিকাণ্ড।
আরও পড়ুন, আলুর দাম বৃদ্ধি নিয়ে এবার বড় সিদ্ধান্ত! একই থাকবে মূল্য? না কমবে দাম?
কিছুদিন আগে পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গার্স্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর নাগেরবাজারেও আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে আইসক্রিমের কারখানায় আগুন লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন। পাশে একটি ওষুধের গোডাউন ও গেঞ্জির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
আশেপাশে একাধিক কারখানা, বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে। যদিও দমকল সূত্রে দাবি, ভোর ৩.৪০ নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ইঞ্জিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে