Kolkata News: লর্ডসের মোড়ে লেলিহান শিখা, পুড়ে ছাই পরপর ঝুপড়ি, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়
Kolkata Fire Incident: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন..
![Kolkata News: লর্ডসের মোড়ে লেলিহান শিখা, পুড়ে ছাই পরপর ঝুপড়ি, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় Kolkata massive Fire incident at Lords more Kolkata News: লর্ডসের মোড়ে লেলিহান শিখা, পুড়ে ছাই পরপর ঝুপড়ি, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/13/333f5a1dcc6064efc94e1b85cbc8fd7c1731498611866484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ! লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন। গতকাল কালিকাপুরে পুড়ে ছারখার হয়ে যায় ৪ ঝুপড়ি বলে অভিযোগ তুলেছিলেন এলাকার বাসিন্দারা। আর এদিন ফের লেলিহান শিখার গ্রাসে দক্ষিণ কলকাতার পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে একের পর এক দমকলের ইঞ্জিন।
জানা গিয়েছে, এর আগে ২০১৯ সাল ও ২০১৬ সালেও আগুন লেগেছিল। যখন প্রায় ১৭টি দোকান পুড়ে গিয়েছিল। আর এদিন ফের ফিরল সেই লেলিহান শিখা। দমকলের কর্মীরা ঝুপড়ির টিনের অ্যাসবেসটসগুলি খুলে বাইরে বের করেছে। আগুনের তাপমাত্রা এতটাই উপরে ছিল যে, টিনগুলি বেঁকে গিয়েছে। অ্যাসবেসটসগুলি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে 'কেউ আটকে নেই' বলেই দমকলের তরফে জানানো হয়েছে।
গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। সদ্য গতকালই ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন লাগে। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এলাকার এক গৃহবধূ বলেন, 'আমি রান্নাঘরে দুধ গরম করছিলাম। জানলা দিয়ে দেখতেই দেখলাম আগুন জ্বলছে। ৪ টি ঘর ছিল। আমি বাইরে গিয়ে চিৎকার করতে করতে ততক্ষণে পাশের ঘরেও আগুন লেগে গিয়েছে।'
কালীপুজোর রাতে উল্টোডাঙার আবাসনে দেখা গিয়েছিল অগ্নিকাণ্ড। ক্যামেরাবন্দি হয়েছিল ভয়াবহ ছবি ! আগুনে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক আবাসিক। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে বারোটা নাগাদ আবাসতের ১৩ তলার বারান্দায় প্রথমে আগুন দেখা যায়। সেই বারান্দায় ছিল গ্যাসের সিলিন্ডার।সেই সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।অভিযোগ, অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলেও ঠিক মতো কাজ করেনি। আবাসন ঘুরে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সেইসময় কাউন্সিলর। কিন্তু কথা হচ্ছে, একের পর এক অগিকাণ্ডের ঘটনায় কার্যতই আতঙ্কে কাঁটা শহরের বাসিন্দারা।
আরও পড়ুন, দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)