(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Medical College: চাকরিতে 'প্রতারণা', মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে বিজেপি
Job Fraud: কলকাতা মেডিক্যাল কলেজের সামনে চাকরির প্রতারণার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। প্রভাব পড়ে সেন্ট্রাল অ্যাভেনিউতে
ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের চাকরি নিয়ে প্রতারণার অভিযোগ। এবার রাস্তায় নেমে প্রতিবাদ বিজেপির। কলকাতা মেডিক্যাল কলেজের সামনে চাকরির প্রতারণার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার বেশ কিছু বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের সমর্থকরা।
কী অভিযোগ:
কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) একাধিক ঠিকা শ্রমিক (Worker) কাজ করেন। সেই ঠিকা শ্রমিকরা মূলত ঠিকাদারদের দ্বারা নিয়োজিত হন। এভাবে এক ঠিকাদারের মাধ্যমে একাধিক ঠিকাশ্রমিক নিয়োগ করা হয়। বিজেপির অভিযোগ, এক ঠিকাদার মোট ৫২২ জন শ্রমিককে নিয়োগ করেছিলেন। কিন্তু তাঁরা তাদের বেতন পাচ্ছেন না। অভিযোগ যে ওই ঠিকাদার প্রায় চার মাসের বেতন দেয়নি। বেতন না দিয়ে ওই শ্রমিকদের ছাঁটাইও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী চাকরি দেওয়ার সময় বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই কারণেই মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে দেখা করতে চায় বিজেপি নেতৃত্ব।
হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস:
বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, তারা হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়েছেন। সব শুনের হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ৭২ ঘণ্টায় মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। যদি সমাধান না করা হয়, তাহলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।
ভোগান্তি:
দিনের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলায় তার প্রভাব পড়েছে জনজীবনে। বিজেপির বিক্ষোভে কিছুক্ষণ বন্ধ ছিল সেন্ট্রাল অ্যাভেনিউ।
রাজ্যে বারবার চাকরি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এবার ফের সেই একই অভিযোগ উঠল, তাও খোদ মেডিক্যাল কলেজে (Kolkata Medical College)।
এদিনই আরও একটি সমস্যা হয়েছে মেডিক্যাল কলেজে। অসহ্য গরমের মধ্যে মেডিক্যাল কলেজের একাংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বৃহস্পতিবার। কলেজের নিউ বয়েজ হস্টেলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কাজ করেনি লিফট, একাধিক রুমে নেই বিদ্যুৎ, অভিযোগ পড়ুয়াদের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আচমকাই বদলি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, মতান্তরের জেরেই কি সিদ্ধান্ত! তুঙ্গে জল্পনা