![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata News:প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে 'ব্ল্যাকমেল', গ্রেফতার প্রেমিক-সহ স্কুলশিক্ষিকা
Blackmail With Private Video: প্রথমে সহকর্মীর সঙ্গে প্রেমিককে ঘনিষ্ঠ হওয়ায় ইন্ধন ও তার পর তাঁদের গোপন মুহূর্ত ভিডিওবন্দি করে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার হলেন এক বেসরকারি স্কুলের শিক্ষিকা। ধৃত প্রেমিকও
![Kolkata News:প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে 'ব্ল্যাকমেল', গ্রেফতার প্রেমিক-সহ স্কুলশিক্ষিকা Kolkata Metro Employee Along With His Girlfriend Arrested Allegedly For Blackmailing Woman After Capturing Private Moments Kolkata News:প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে 'ব্ল্যাকমেল', গ্রেফতার প্রেমিক-সহ স্কুলশিক্ষিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/5a433b2e9c7d51c11b06e1663224f537170722299693664_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা: প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও (Private Moment of Woman Recorded) তুলে 'ব্ল্যাকমেল' (School Teacher Arrested In Blackmail Case) করার অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষিকা ৷ গ্রেফতার স্কুল শিক্ষিকার প্রেমিকও। সূত্রের খবর, এই ব্যক্তি কলকাতা মেট্রোয় কর্মরত। বাজেয়াপ্ত হয়েছে ফোন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার সঙ্গে একই স্কুলে পড়াতেন ধৃত শিক্ষিকা। এই শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক মেট্রোরেল কর্মীর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিক্ষিকার মাধ্যমেই নির্যাতিতার সঙ্গে ওই মেট্রোরেল কর্মীর আলাপ হয়েছিল। তিন জন একসঙ্গে মাঝেমধ্যেই নানা জায়গায় ঘুরতে যেতেন, খাওয়া দাওয়া করতেন। পুলিশ সূত্রে আরও দাবি, প্রেমিকার ইন্ধনেই নির্যাতিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন মেট্রোরেলে কর্মরত ওই যুবক। নির্যাতিতাও জড়িয়ে যান সম্পর্কে।
তিনি একাই বাড়িতে থাকতেন। ঘটনার দিন, তাঁর বাড়িতেই খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। শিক্ষিকা ও মেট্রোরেল কর্মী দু'জনেই উপস্থিত ছিলেন। সে দিন রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন দু'জন৷ এর পর নির্যাতিতার সঙ্গে যুবক শারীরিক ভাবে ঘনিষ্ঠ হলে তাঁর প্রেমিকা সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন বলে অভিযোগ। এতেই শেষ নয়। দাবি, সেই ভিডিও দেখিয়ে শিক্ষিকা-মেট্রো রেল কর্মী নির্যাতিতার থেকে ২০ লক্ষ টাকা নেন। এছাড়া সোনার গয়নাও নেন তাঁরা, রয়েছে এমন অভিযোগও ৷ ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের 'ব্ল্যাকমেল' করায় শেষমেশ নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা ৷ ঘটনার তদন্তে নেমে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, ২০২২ সালের মালদা জেলায় প্রেমিকার ছবি নিয়ে ব্ল্যাকমেলের প্রতিবাদ করায় বন্ধুকে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।
মালদার ঘটনা...
বন্ধুর প্রেমিকার আপত্তিকর ছবি মোবাইল থেকে চুরি করে নিজের মোবাইলে মজুত করেছিল অভিযুক্ত যুবক। বিষয়টি পরে জানতে পারে তার ওই বন্ধু। মোবাইল থেকে ডিলিট করা হয় সেই ছবি। তারপরে প্রকাশ্য রাস্তায় অভিযুক্তকে সেই বন্ধু মহম্মদ ইব্রাহিম। অভিযোগ, তার বদলা নিতেই বন্ধুকে পরিকল্পনা করে খুনের ছক কষে অভিযুক্ত ইয়াকুব শেখ। পরে আরও দুই বন্ধুকে নিয়ে যুবককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। পুরাতন মালদায় খুনের ঘটনার তদন্তে উঠে এসেছিল এমনই সব চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনার চারদিনের মাথায় মূল অপরাধীদের গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তদন্তে উঠে আসে খুনের কারণও।
আরও পড়ুন:মমতার ধর্না-মঞ্চে কেন একবারও এলেন না অভিষেক, সায়নীর মন্তব্যে বিশেষ ইঙ্গিত !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)