Kolkata Metro : আর বাধা নেই ! হাওড়া থেকে ঝড়ের গতিতে সেক্টর ফাইভ পৌঁছে দেবে মেট্রো, কবে শুরু পরিষেবা?
হিসেব মতো, সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে রইল না আর কোনও বাধা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বহুদিনের অপেক্ষার অবসান হতে চলেছে তবে শিগগিরিই ? বারবার বিপর্যয়ের বাধা কাটিয়ে এবার তবে শুরু হবে ১৬ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার লম্বা পথের পরিষেবা? হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়েই পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ? হ্যাঁ, পরিস্থিতি তেমনটাই। হিসেব মতো, সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে রইল না আর কোনও বাধা।
প্রয়োজনীয় ছাড়পত্র পেল গ্রিন লাইন মেট্রো। পরিদর্শনের পর সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটি দিলেন এই ছাড়পত্র। সূত্রের খবর, রেলবোর্ড চাইলেই শুরু হতে পারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা।
কোথায় ছিল বাধা ?
২০১৯ সাল থেকে ২০২২। বারবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। গৃহহারা হয়েছেন বহু মানুষ। চরমে উঠেছে বিতর্ক। দায় ঠেলাঠেলির রাজনীতি। ফলে ক্রমেই পিছিয়েছে কাজ। অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এবার ওই অংশটুকু বিচ্ছিন্ন থাকায়, এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু করা সম্ভব ছিল না। সোমবার ওই অংশেরই ট্র্যাক পরিদর্শন করেন CRS। এছাড়াও খতিয়ে দেখা হয় টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি। বউবাজার দিয়ে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়, কোনও কম্পন অনুভূত হচ্ছে কি না। আবার কোনও বিপর্যয় হতে পারে কিনা, খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার অনেকটাই সন্তুষ্ট তাঁরা।
কবে চালু পরিষেবা
গতবছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। মেট্রো সূত্রে খবর, আগামী সপ্তাহে জমা পড়তে পারে CRS-এর রিপোর্ট। রিপোর্ট ইতিবাচক হলেই, চালু হবে বহু প্রতীক্ষিত পরিষেবা। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ। উপকৃত হবেন গঙ্গার পশ্চিমপাড়ের বহু মানুষ। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ধরা যাবে মেট্রো। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর যোগাযোগ তৈরি হয়েছিল আগেই। এবার উপকৃত হবেন হাওড়ার দিক থেকে আসা মানুষও। এখন কবে চালু হয় পরিষেবা অপেক্ষা তারই।






















