Kolkata Metro : এখনও সব স্টেশনে নেই কাচের স্ক্রিনডোর ! আত্মহত্যা কমাতে এই অভিনব উদ্যোগ নিল কলকাতা মেট্রো
আত্মহত্যা আটকাতে এই পদক্ষেপ। গিরীশ পার্ক, কালীঘাট- সহ একাধিক মেট্রো স্টেশনে নতুন ব্যবস্থা।
অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : শত সচেতনতার বাণীতেও ফল মিলছে না। কয়েকদিন অন্তর অন্তরই শোনা যায়, মেট্রোরেলের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার কথা। কোনও কোনও ক্ষেত্রে কাউকে শেষ মুহূর্তে উদ্ধার করা গেলেও , অনেক ক্ষেত্রেই পরিণতি হচ্ছে মৃত্যু। বারবার এই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো।
আত্মহত্যার ঘটনা কমাতে এবার অভিনব উদ্য়োগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো যাত্রীরা এখন বিভিন্ন স্টেশনে গেলেই দেখতে পাবেন এই উদ্যোগের ছবি । গিরীশ পার্ক, কালীঘাট- সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে বিশেষ ফ্লেক্স। তাতে রয়েছে আত্মহত্য়ার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। দিল্লি বা মুম্বইয়ের মতো শহরের মেট্রোর সব স্টেশনেও স্ক্রিনডোরের ব্যবস্থা নেই। এই মুহূর্তে কলকাতাও পারছে না সব স্টেশনে কাচের স্ক্রিনডোরের ব্যবস্থা করতে। তাই এই নতুন উদ্যোগ।
মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, বলু লাইন মেট্রোতে স্ক্রিনডোরের মতো প্রযুক্তি ব্য়বহার করা সব জায়গায় সম্ভব না হওয়ায়, আত্মহত্য়ার ঘটনা বাড়ছে। হাওড়াগামী মেট্রো ধরতে গেলে দেখা যাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ ব্যবস্থা রয়েছে। সেখানে প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে কাচের দেওয়াল। শুধুমাত্র মেট্রোর দরজা যেখানে খুলছে , সেখানে সরছে স্ক্রিনডোর। কিন্তু সব স্টেশনে এই ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই রাখা হয়েছে এই বিকল্প । ফ্লেক্সে রাখা হচ্ছে আত্মহত্য়ার প্রবণতা কমাতে ইতিবাচক বার্তা ।
দেখা গিয়েছে, আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দিলে মেট্রো পরিষেবা ব্য়াহত হচ্ছে। এই লাইনে আত্মহত্য়ার ঘটনা কমাতে বরাবরই মেট্রো রেল কর্তৃপক্ষকে ভরসা রাখতে হয়েছে প্রচারে। এবারও আত্মহত্য়ার প্রবণতা কমাতে ফ্লেক্সকে হাতিয়ার করেছেন তাঁরা।
গত কিছুদিন ধরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রতি স্টেশনে স্ক্রিনডোর বসানো যায়নি । তবে কালীঘাট স্টেশনে বসানো হয়েছে গার্ডরেল। তবে তা যে আত্মহত্যা রুখে দেওয়ার জন্য নিশ্ছিদ্র বলয়, তেমনটা নয়। যাত্রীদের একাংশ এই ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বলে সূত্রের খবর। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মতো শহরের বাকি মেট্রোপথগুলির প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর বসানো আপাতত সম্ভব নয় নানা কারণেই। ইস্ট ওয়েস্ট মেট্রো ছাড়াও কয়েকটা স্টেশনে এমন ব্যবস্থা থাকলেও বেশির ভাগ স্টেশনেই নেই ব্যবস্থা। তাই আত্মহত্যা আটকাতে এই পদক্ষেপ।
আরও পড়ুন :