এক্সপ্লোর
Advertisement
Kolkata News: রথের মেলায় নাগরদোলায় চাপতেই বিপত্তি, সটান নীচে পড়লেন তরুণী, অবস্থা সঙ্কটজনক
Ratha Yatra Fair: পুলিশ সূত্রে খবর, আহত তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। বছর ২৫-এর তরুণী আদতে বিহারের বাসিন্দা।
সত্যজিত্ বৈদ্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: খাস কলকাতার বুকে রথের মেলা (Ratha Yatra Fair)। শখ করে নাগরদোলা চাপতে গিয়েছিলেন ভিন্ রাজ্য থেকে আসা তরুণী। তাতেই ভয়াবহ কাণ্ড ঘটে গেল। চলন্ত নাগরদোলা থেকে সটান নীচে পড়ে গেলেন তিনি। গুরুতর আহত হলেন। পরিস্থিতি এমন দাঁড়াল যে, হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে (Kolkata News)।
রথের মেলায় নাগরদোলা চাপতে গিয়ে বিপত্তি
কলকাতার মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা (Merry Go Round)) থেকে পড়ে গুরতর আহত হলেন এক তরুণী। মাথায় ও মেরুদণ্ডে আঘাত থাকায় ভর্তি করা হয়েছে NRS হাসপাতালে। গাফিলতি না কি অসুস্থতার জেরে দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়। জয়রাইডে চড়া তরুণীর ঠিকানা হল হাসপাতালের বিছানা। মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় নাগরদোলা দুর্ঘটনা। চলন্ত নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম তরুণী।
পুলিশ সূত্রে খবর, আহত তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। বছর ২৫-এর তরুণী আদতে বিহারের বাসিন্দা। পরিবারের সঙ্গে থাকেন আনন্দ পালিত রোডে। পুলিশ জানতে পেরেছে, বন্ধুদের সঙ্গে এদিন রথের মেলায় আসেন তরুণী। চড়েন নাগরদোলায়। রাত ৯টা নাগাদ নাগরদোলার ওপর থেকে নীচে পড়ে যান প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: Kolkata News: চাহিদার জোগান দিতে হিমশিম ব্যবসায়ীরা, করোনা বাড়তেই প্যারাসিটামল কেনার হিড়িক শহরে
দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত থাকায় নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তরুণীর অবস্থা সঙ্কটজনক।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তরুণী
আনন্দ পালিত রোডে বাবা-মা ও দুই দাদার সঙ্গে থাকতেন। মা ও দাদারা বিহারে। বাবা-ও মেয়ে ছিলেন। বন্ধুকে নিয়ে মেলায় যান। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে নাগরদোলা। মেলা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাফিলতি না কি তরুণীর অসুস্থতা, কী কারণে ঘটল দুর্ঘটনা, খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ (Kolkata Police)।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement