Kolkata Municipality: 'KMC-তে চাকরি পেয়েছেন ২৪ চেতলার বাসিন্দা', নিয়োগ নিয়ে ঝাঁঝালো আক্রমণ সজল ঘোষের
KMC Job Scam Allegation: তিনি আরও অভিযোগ করেছেন, 'বাংলার অন্য কোনও প্রান্তের মানুষ কি এই চাকরির উপযুক্ত ছিলেন না?'
কলকাতা: কলকাতা পুরসভায় (Kolkata Municipality) এবার নিয়োগ-দুর্নীতির অভিযোগ। ফেসবুক () পোস্ট করে কলকাতা পুরসভায় নিয়োগ-দুর্নীতির অভিযোগ সজল ঘোষের। সোশাল মিডিয়ায় বিজেপি নেতা অভিযোগ করেছেন, 'কলকাতা পুরসভার একটি বিশেষ বিভাগে ১৪৮ জনের চাকরি হয়েছে। যাদের মধ্যে ১১৮ জন নদিয়া, ২৪ জন চেতলা, ৬ জন ভদ্রেশ্বরের। পুরসচিবের কাছে জানতে চাই, এই ৩ পাড়ার মানুষই কি ১৪৮টি পদের জন্য আবেদন করেছিলেন?'
তিনি আরও অভিযোগ করেছেন, 'বাংলার অন্য কোনও প্রান্তের মানুষ কি এই চাকরির উপযুক্ত ছিলেন না?' সিবিআই তদন্তের দাবি তুলে ফেসবুক পোস্ট বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সজল ঘোষের এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, নতুন মুখ্য তথ্য কমিশনার পদে প্রাক্তন ডিজিপি, রাজ্যপালকে নিশানা শুভেন্দুর
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলকে জেরা করে ইডি-র হাতে বিস্ফোরক তথ্য। ইডি-র দাবি, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে একা অয়নই তুলেছেন ৪০ কোটি টাকা। টাকা তোলার কথা জানালেও জেরায় অয়নের দাবি, এই টাকার থেকে তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি ৭৫-৮০% টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, অয়নের এই দাবির ভিত্তিতে পুরসভার প্রভাবশালীদের তালিকা তৈরি করা হয়েছে। নামের তালিকা-সহ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। ইডি-র দাবি, এর আগে অয়নের অফিস থেকে বাজেয়াপ্ত করা হার্ড ডিস্কের ফোল্ডারে ১২ কোটি টাকার হিসেব মেলে। সেই সূত্রেই অয়নকে জেরা করা পুরসভায় চাকরির টোপে ৪০ কোটি তোলা হয় বলে জানা গেছে।