Thakurpukur Murder: বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ যুবককে! গ্রেফতার ১
Kolkata Crime:দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: চতুর্থীর দিন। তিলোত্তমায় পুজোর আমেজ লেগে গিয়েছে। তারমধ্য়েই ভয়াবহ খুনের ঘটনা। বুধবার, সকালে ঠাকুরপুকুরে খুন হল এক যুবক। রাস্তার উপর মোটরবাইক থামিয়ে এলোপাথাড়ি ছুরির কোপ মারা হল এক যুবককে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাতে দেখা যাচ্ছে, ফুটপাতে রক্ত ছড়িয়ে রয়েছে। পাশেই পড়ে রয়েছে একজোড়া চটি। আর এক পাশে দাঁড় করানো রয়েছে একটি বাইক। যার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তাকেও দেখা গিয়েছে। সে পাশের গলি দিয়ে হেঁটে চলেছে।
মৃতের পরিচয়:
ঠাকুরপুকুরে খুন হওয়া যুবকের নাম অনিমেষ সিংহ, বয়স বছর ছাব্বিশ। তার বাড়ি বেহালার শীলপাড়া এলাকায়। কাজ করতেন বেসরকারি সংস্থায়। পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাইকে করে বোনকে নিয়ে বেহালা চৌরাস্তায় ছাড়তে যান। ফেরার পথে এলআইসি মোড়ের কাছে তাঁর পথ আটকান এক যুবক। বাইক থামাতেই, ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন অনিমেষকে। হামলা চালানোর পর হেঁটেই এলাকা থেকে চলে যান হামলাকারী। সেই ছবি ধরা পড়ে রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে অনিমেষকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতাল, পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে সুবল সরদার(৩৪) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এই হামলা? ঠিক কী কারণে এই খুন? তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্তের জন্য ধৃতকে নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা।
মধ্যমগ্রামেও খুন:
ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে। মৃতের নাম পারমিতা চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, সনৎ বসু নামে এক পনির বিক্রেতা প্রায়ই পনির বিক্রি করতে বাড়িতে আসতেন। বুধবার সকালে এসে অসুস্থতার কথা বলে জল খেতে চান। ঘরে ঢুকে জল খাওয়ার পর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন পারমিতার ওপর। কুপিয়ে খুন করেন মহিলাকে।
আরও পড়ুন: সন্ধে ৬টার মধ্যে CBI-এর মুখোমুখি!OMR মামলায় কাকে নির্দেশ হাইকোর্টের