Kolkata News: গান গাইতে এসে গান স্যালুটে বিদায়, কেকে-র মৃত্যুতে বাড়তি সতর্কতা, নজরুল মঞ্চে অনুষ্ঠান করলেন সোনু
Nazrul Mancha: কেকে-র অনুষ্ঠানের কথা মাথায় রেখে, এ বারে যাতে অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গান গাইতে এসে চিরতরে গলা থেমে গিয়েছে কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK Death)। সেই যন্ত্রণা আজও তাডি়য়ে বেড়াচ্ছে তিলোত্তমাকে। শৈশব থেকে কৈশোরের প্রতিট অনুভূতি ছুঁয়ে গিয়েছেন যিনি, নিজের শহরে সেই কেকে-কে হারানোর যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে শহর কলকাতার তরুণ-তরুণী থেকে যুবক-যুবতীদের। সেই যন্ত্রণার স্মৃতি পিছনে ফেলেই এ বার এই শহরে, সেই নজরুল মঞ্চে অনুষ্ঠান করলেন আর এক জনপ্রিয় শিল্পী সোনু নিগম (Sonu Nigam)।
কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চে গান গাইলেন সোনু নিগম
নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে গত ৩১ মে মারা যান কেকে। শনিবার ওই নজরুল মঞ্চেই (Nazrul Mancha) অনুষ্ঠান করলেন সোনু। লালবাজারের তরফে নির্ধারিত SOP মেনেই হল অনুষ্ঠান (Kolkata News)। ছিল আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের বাইরে মোতায়েন রাখা হয়েছিল তিনটি অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়িও। এ ছাড়াও উদ্যোক্তাদের তরফে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নেই অনুষ্ঠান সম্পন্ন করেছেন সোনু। কোথাও একচুল বিচ্যূতি চোখে পড়েনি।
কেকে-র অনুষ্ঠানের কথা মাথায় রেখে, এ বারে যাতে অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের। তাঁরা জানিয়েছেন, আসন সংখ্যার থেকে একটিও অতিরিক্তি টিকিট বিক্রি করা হয়নি। পাশাপাশি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় নজরুল মঞ্চকে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের অফিসারের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
নজরুল মঞ্চে ঢুকছেন সোনু।
আরও পড়ুন: Ritabhari Chakraborty Birthday: ঋতাভরীর জন্মদিন উদযাপনের ছবি দেখে প্রশংসার বন্যা নেট দুনিয়ায়
শহরে গান গাইতে এসে গান স্যালুটে বিদায় নিতে হয়েছে কেকে-কে। তাঁর কফিনবন্দি দেহ কলকাতা থেকে ফিরে গিয়েছে মুম্বই। তা নিয়ে আজও দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছে। উঠে আসছে নানা ত্রুটি-বিচ্যূতির কথা। কলেজ পড়ুয়ারা কেকে-র মতো শিল্পীকে গান গাইতে আনার টাকা কোথা থেকে পেলেন, তা নিয়েও চলছে কাটাছেঁড়া।
কেকে-র মৃত্যুতে শিক্ষা নিয়ে সোনুর অনুষ্ঠানে কড়া নিরাপত্তা
এমনকি ওই দিনের অনুষ্ঠান স্থল থেকে যে ছবি-ভিডিও সামনে এসেছে, তাতে কার্যতই পরিশ্রান্ত অবস্থায় দেখা গিয়েছে কেকে-কে। চড়া আলোয় দরদর করে ঘামতে ঘামতে মুখ মুছতেও দেখা যায়। অস্বস্তি বোধ করায় সঙ্গে সঙ্গে কেন হাসপাতালে না নিয়ে গিয়ে হোটেলে ফেরত নিয়ে যাওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু কেকে এখন সব কাটাছেঁড়ারই ঊর্ধ্বে।
তবে কেকে-র ওই অনুষ্ঠানের পরই SOP তৈরি করে দেয় কলকাতা পুলিশ। সেই SOP মেনেই অনুষ্ঠান করলেন সোনু। এত বড় অনুষ্ঠানে হলে গেলেও, বহু মানুষই তার খবর পাননি।