Kolkata News: নিউ আলিপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন ! শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত ..
New Alipore Fire Incident Sealdah Train service Disrupted নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন !
কলকাতা: তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বিধ্বংসী আগুন ছড়িয়েছে বলে খবর। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দুর্গাপুর ব্রিজে যান চলাচল বন্ধ । অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
শেষ অবধি পাওয়া খবরে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস এবং দেবাশিষ কুমার। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন নেভাতে ব্রিজের উপর থেকে জল ছড়ানো হচ্ছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমে পড়েছে সেনাবাহিনীর জওয়ানরা। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে চারিদিক। পুড়ে গিয়েছে একের পর এক ঘর। ঘড়ির কাঁটায় ৮ টা বেজেছে। তাও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শীতের শহরে ফের গৃহহীন প্রচুর মানুষ।
ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য...বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি । এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।'
আরও পড়ুন, মাকে হারাল শিশুসন্তান, গুরুতর জখম স্বামী, মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে !
সম্প্রতি তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ২০০ টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের চোখে-মুখে এখনও আতঙ্ক। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ। গতকাল সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।