Mamata On 21 July : একুশের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলায় মমতা, গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক
Mamata Abhishek On 21 TMC Preparation: একুশের প্রস্তুতি পরিদর্শনে মমতা-অভিষেক

কলকাতা: একুশের প্রস্তুতি পরিদর্শনে গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলায় গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, '২১ জুলাই উপলক্ষে, আমার সহকর্মীরা অনেক দূর থেকে আসছে। অনেক কষ্ট করে তাঁরা আসেন এবং থাকেন, তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসেছেন। যদিও চারিদিকে জলছাড়া এবং অতিবৃষ্টির ফলে, অনেক অঞ্চল জলপ্লাবিত। তা সত্ত্বেও প্রাণের টানে, শিকড়ের টানে এবং শহিদ স্মরণে, শহিদ তর্পণে এসেছেন।'
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট ও মঞ্চ। এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে। কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। রবিবার সকালে এসে তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শেষ ২১ জুলাইয়ের সমাবেশ। উত্তর-দক্ষিণ কলকাতা এবং সল্টলেক মিলিয়ে ১৪টি জায়গায় কর্মী, সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন, মূলত এই ৭টি জায়গা থেকেই বড় মিছিল আসবে ধর্মতলায়।
মিছিলের নেতৃত্বে থাকবেন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। ৯টি জায়গায় বসানো হচ্ছেজায়ান্ট স্ক্রিন। ভিড় নিয়ন্ত্রণে ২৩টি জায়গায় ড্রপগেট এবং একাধিক জায়গায় থাকছে ব্যারিকেড। সভাস্থলের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে, লালবাজারের সামনে এবং পার্ক স্ট্রিট, এই ৩টি জায়গায় থাকবে ক্যুইক রেসপন্স টিম QRT. ১৮টি জায়গায় অ্যাম্বুল্যান্স থাকছে। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। লালবাজারে থাকছে অতিরিক্ত বাহিনী। গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলিতে থাকছে পুুলিশ পিকেট।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















