Madan Mitra: দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো: মদন মিত্র
Madan Mitra's Controversial Speech on Bomb Rescue in Bengal: দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো ...সরকার দেখছে: মদন মিত্র।
কলকাতাঃ 'দুর্গাপুজো (Durga Puja 2022) আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে', বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। পানিহাটির তৃণমূল বিধায়ক বলেন,' ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না, ভাটপাড়াতেও আর বোমা পড়বে না।' কলকাতায় একটি অনুষ্ঠানে মদনের মন্তব্যে তোলপাড় বাংলা।
আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক
'দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো'
এদিন পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই এদিন হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিলেন মদন মিত্র।
'বাংলা বারুদের স্তূপে পরিণত হয়েছে '
প্রসঙ্গত, বাংলা বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে এর আগেই তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন। কারণ একুশ থেকে বাইশের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার, বোমা বানাতে গিয়ে ফেটে যাওয়া থেকে শুরু করে বোমা হামলায় মৃত্যু, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফেটে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরে স্বাভাবিকভাবেই এরপরেই শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিশেষ করে গেরুয়া শিবির। এদিকে সেই বিতর্কিত বিষয় নিয়েই এদিন ফের মুখ খুললেন মদন মিত্র।