Kolkata News: বাঘাযতীনে মহিলার রহস্যমৃত্যু ! পুজোর মধ্যেই মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
Baghajatin News: বিগত কয়েকদিনের বৃষ্টিতে গোটা কলকাতার মতো জলমগ্ন অবস্থা হয়েছিল বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির এই এলাকা। চিত্তরঞ্জন কলোনির ১০২ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা যা যাদবপুর থানার অন্তর্গত।

হিন্দোল দে, কলকাতা : বাঘাযতীনে মহিলার রহস্যমৃত্যু। বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনিতে এক মহিলার মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। জানা গিয়েছে, বৃষ্টির পর জলমগ্ন ছিল বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি। জল নামার পর ঘর পরিষ্কার করার সময় মৃত্যু হয়েছে ওই মহিলার। সূত্রের খবর, বাড়িতে ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করার সময় মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, মৃতের নাম নমিতা পাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, নাকি অসুস্থতার কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। মৃতার হাতে কালো দাগ থাকায় সন্দেহ ঘনীভূত হচ্ছে। জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
বছর ৫৫- র এই মহিলা বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির ওই বাড়িতে বেশ কয়েক বছর ধরেই ভাড়া থাকতেন। কর্মসূত্রে মহিলার ছেলে থাকেন গুজরাতে। তাই মহিলা একাই থাকতেন। আজ সকালে আচমকাই নমিতা পালের চিৎকার শুনতে পান বাড়িওয়ালা রতন দাস। ছুটে যান তিনি। দেখেন ছটফট করছেন নমিতাদেবী। সঙ্গে সঙ্গেই ওই বাড়িওয়ালা তাঁর স্ত্রীকে ডেকে নিয়ে মহিলাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই নিস্তেজ হয়ে যেতে থাকেন নমিতা পাল। এরপর চিকিৎসক ডাকা হলে তিনি এসে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুজো শুরুর দিনেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। পাড়ায় যথেষ্ট মিশুকে বলে পরিচিত ছিলেন নমিতাদেবী। তাঁর এ হেন অকাল প্রয়াণে শোকস্তব্ধ এলাকা। আতঙ্কও ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বিগত কয়েকদিনের বৃষ্টিতে গোটা কলকাতার মতো জলমগ্ন অবস্থা হয়েছিল বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির এই এলাকা। চিত্তরঞ্জন কলোনির ১০২ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা যা যাদবপুর থানার অন্তর্গত। যে ঘরে নমিতা পাল থাকতেন, তাও চলে গিয়েছিল জলের তলায়। তবে বর্তমানে জল নেমে গিয়েছিল। আজ সকালে ঘর পরিষ্কার করার সময়েই অঘটন ঘটেছে। মহিলার ডান হাতে লাল দাগ দেখা গিয়েছে, যা বেশ সন্দেহজনক। মহিলা ফ্রিজের পিছনের অংশের জল পরিষ্কার করছিলেন আজ সকালে। যে কাপড় দিয়ে জল পরিষ্কার করা হয়েছিল সেটি ফ্রিজের পিছনের অংশে পাওয়া গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে নাকি কোনও অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহিলার দেহ। রিপোর্ট এলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দ্রুত গতিতে তদন্ত করছে যাদবপুর থানার তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, হয়তো ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নমিতা পালের।






















