Kolkata News : অতীতে মাকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবার আলমারি থেকে মেয়েকে ! ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত ভবানীপুর
Kolkata Bhawanipur Student Mysterious Death: ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি, মৃতের পরিবারের ওপর চড়াও হয়েছে এলাকাবাসীদের একাংশ।

হিন্দোল দে, কলকাতা: ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি। মৃতের পরিবারের ওপর চড়াও হয়েছে এলাকাবাসীদের একাংশ। ছাত্রীর (সৎ মা) মা-বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ স্থানীয়দের। 'সন্তানের ওপর অত্যাচার চালাতেন (সৎ মা) মা ও বাবা। এদিকে গতকাল মেয়ের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবেশীদের হুমকিও দিয়েছেন সৎ মা ও মৃতার বাবা, বলে অভিযোগ প্রতিবেশীদের।
আরও পড়ুন, দূরে গল্পে মেতেছিলেন বাকিরা, সেই সুযোগে কালীপুজোর সন্ধ্যায় বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ কলকাতার গড়ফায় !
অতীতে মাকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবার আলমারি থেকে মেয়েকে !
গতকাল মূলত বাড়ির আলমারি থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত, অভিযোগ প্রতিবেশীদের। আজ ছাত্রীর মা-বাবার ওপর চড়াও এলাকাবাসীরা।এলাকাবাসীর অভিযোগ , এর আগেও ওই পরিবারের সঙ্গে এই ধরণের ঘটনা হয়েছিল। ওই ছাত্রীর মায়েরও মৃত্যু হয় কয়েক বছর আগেই। তিনি যখন মারা যান, সেই সময় তাঁকেও (বাচ্চাটির জন্মদাত্রী মা) ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন থেকেই প্রতিবেশীদের ক্ষোভ ছিল। কিন্তু তখন অভিযোগ জানিয়েও তেমন কিছু ফল মেলেনি। আর এবার মায়ের পর মেয়ের রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে নতুন মোড় নিল। বিদ্যাসাগর কলোনির একাংশের অভিযোগ, বাচ্চাটির উপর পরিবারের লোক এতটাই মানসিক ও শারীরিকভাবে চাপ সৃষ্টি করতেন, সেই কারণেও বাচ্চাটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা।
ঠিক কী হয়েছিল, কীভাবে ওই আলমারিতে দেহ গেল ? কেন এভাবে প্রাণ হারাতে হল ওই ছাত্রীকে
ঠিক কী হয়েছিল, তা এখনও সামনে আসেনি। কীভাবে ওই আলমারিতে দেহ গেল, বা কীভাবে প্রকৃতই ওই ছাত্রীর মৃত্যু হয়েছিল, তা এখনও অজানা। পুরনো কোনও হিংসার ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে কিনা, সে বিষয়েও কোনও স্পষ্ট ধারণা সামনে উঠে আসেনি। তবে প্রতিবেশীদের অভিযোগ অনুযায়ী এই ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীর অনেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তবে ঠিক কী হয়েছিল, কেন এভাবে প্রাণ হারাতে হল ওই ছাত্রীকে, তা জানা শুধুই সময়ের অপেক্ষা। আশা করা হচ্ছে, ময়না তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















