Kolkata News: বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে খাক একাধিক ঝুপড়ি
EM Bypass Fire: কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। গোডাউনের আগুনে ভস্মীভূত একাধিক ঝুপড়ি। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় বিধ্বংসী আগুন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, কলকাতা : বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন। মেট্রোপলিটনের কাছে বাইপাসের ধারে গুদামে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। গোডাউনের আগুনে ভস্মীভূত একাধিক ঝুপড়ি। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় বিধ্বংসী আগুন। প্রথমে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। আগুন লাগার অনেক পরে দমকল আসে, অভিযোগ স্থানীয়দের। মিটার ঘর থেকে আগুন, দাবি স্থানীয়দের। আপাতত দমকলের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। শোনা যাচ্ছে, শর্ট সার্কিট হওয়ার ফলে আগুন লেগে গিয়েছে এই প্লাস্টিকের গুদামে। প্রচুর মানুষ ঘরবাড়ি হারিয়েছেন আগুনের গ্রাসে। দাউদাউ করে জ্বলতে থাকা প্লাস্টিকের গুদাম। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারাই জল দিতে শুরু করেন। জে ডব্লু ম্যারিয়টের পিছনের দিকে থাকা এই প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে পুরো এলাকা। প্লাস্টিকের গুদামে প্রচুর পুরনো প্লাস্টিক মজুত ছিল। তার ফলে দ্রুত আগুন বিধ্বংসী আকার নেয়। প্রবল গতিতে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এই প্লাস্টিক গুদাম সংলগ্ন ঝুপড়ি এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে একের পর এক বাড়ি চোখের নিমেষে ভস্মীভূত হয়ে গিয়েছে। ছোট ছোট ঝুপড়ির ঘর, সেখানেও মজুত দাহ্য পদার্থ, তার মধ্যে শর্ট সার্কিট- মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় আগুন। কিন্তু এত বড় অগ্নিকাণ্ড ঘটলেও প্রথমে দমকলের ইঞ্জিন পৌঁছয়নি। স্থানীয়রা ওই এলাকা থেকে স্তূপাকৃত প্লাস্টিক সরানোর চেষ্টা চালাচ্ছে। একটা বড় পাঁচিলের সামনে প্রায় ২ হাজার স্কোয়ার ফিট জায়গা দাউদাউ করে জ্বলতে থাকে। স্তূপাকৃত প্লাস্টিকের দিকে ক্রমশ এগোচ্ছে আগুন। পরিস্থিতি মারাত্মক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েকশ পরিবার ইতিমধ্যেই ঘরছাড়া। এত বড় অগ্নিকাণ্ড, অথচ এলাকায় শুরুতে পৌঁছয়নি প্রগতি ময়দান থানার পুলিশ। মিনিট ১৫-র মধ্যেও পৌঁছতে পারেনি দমকলবাহিনী।
এলাকায় মজুত প্রচুর দাহ্য পদার্থ। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, তা নিশ্চিত। আগুন যেভাবে ছড়িয়ে গিয়েছে তা নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। ভিতরে কেউ আটকে নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। কিন্তু পরিস্থিতি ক্রমশ এলাকাবাসীর হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। পরে দমকলবাহিনী এসে বিশাল পাইপ দিয়ে জল ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। বিশাল এলাকা ইতিমধ্যেই আগুনের গ্রাসে এসে গিয়েছে। মজুত থাকা প্রচুর পুরনো প্লাস্টিকের কারণে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার দমকলকে খবর দেওয়ার পরেও দেরিতে এসেছে দমকলবাহিনী। দমকল আধিকারিকরা জানিয়েছেন, অপ্রশস্ত এলাকা হওয়ায়, ইঞ্জিন আনা যায়নি। পাইপ নিয়ে জল দেওয়া শুরু করা হয়েছে। তবে সব দিক থেকে জল দেওয়ার কাজ শুরু করা যায়নি শুরুতেই। আচমকা এ হেন অগ্নিকাণ্ডে দিকবিদিকশূন্য হয়ে পড়েন স্থানীয়রা। সম্ভবত একটি মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে। তারপর মজুত থাকা প্লাস্টিকের কারণে ভয়াবহ আকার নেয় আগুন। আপাতত দমকলবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।






















