Dilip Ghosh: 'অনুব্রত-র পাপের ভাগী হবে কে? 'রত্নাকর'-র প্রসঙ্গ টেনে বিস্ফোরক দিলীপ
Dilip Ghosh on Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। কী বললেন তিনি ?
রঞ্জিত সাউ,কলকাতাঃ অনুব্রত মণ্ডলের ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। মূলত বরাবরের মতোই এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় বিএসএফ -র পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফ জোয়ানরা যখন সভা করে যাচ্ছিলেন সেই সময় তাঁদের ফুল ছুড়ে সংবর্ধনা দেন তিনি। অনুব্রত ইস্যুতে তখনই কড়া প্রতিক্রিয়া দেন তিনি।
'চোর ডাকাতের পিছনে যাবেন না'
তৃণমূলের একটি সংগঠন বিজেপির হেড অফিস ঘেরাও করবে। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'ওইটুকুই করতে পারবে সুদীপদাকে নিয়ে গেছিল সেইসময় পরেশ পাল আমাদের বাড়িতে ঢিল মেরেছিল ওদের দৌড় এইটুকুই এর বেশি কিছু করতে পারবে না। যারা আসছে ছেলেপুলেরা, তাঁদেরকে বলছি, চোর ডাকাতের পিছনে যাবেন না। নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না। কালকে লোকেরা আপনাকেও জুতো নিয়ে তারা করবে সেজন্যই ওরকম করবেন না যারা চুরি করেছে তাদেরকে আইনের সামনে নিয়ে আসুন এবং বলুন আপনারা সত্যিটা ও দুর্নীতির সঙ্গে নেই। সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতির দল হয়ে গেছে তাদের কথা কে শুনবে।'কাঁথিতে শুভেন্দু অধিকারী হড়-ঘর তিরাঙ্গা মিছিলে বাধা। এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমি জানি না কেন বাধা দিচ্ছে।এরা খালি দুর্নীতিগোস্ত নয় দেশ বিরোধীও বটে। সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে , বাংলাতেও হবে। ওরা যদি মনে করে। তাহলে ভুল ভাবছে কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে। কাদের বলে এসব করছে।'
'শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে '
অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূল নেতারা বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন, 'কে কার মাজা ভাঙ্গে দেখা যাবে। পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কি। মানুষকে অত্যাচার করেছিল বলে, মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর তৃণমূল রাস্তায় নামছে। এই নিয়ে তিনি বলেন,
না না ওরা ভেবেছিল পার্থদা দিয়ে শেষ হয়ে যাবে। হল না। আর প্রতি সপ্তাহে যদি একটা করে তোলে হয়ে যাবে। পার্টিটাই উঠে যাবে কামাই হবে কি করে সিন্ডিকেট চলবে কীভাবে সেজন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।'
'অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মৌন আছেন'
অনুব্রত গ্রেফতার নিয়ে মদন মিত্রের মন্তব্য। সেই প্রসঙ্গে তিনি বলেন,'দেখুন আমাদের রামায়ণে আছে রত্নাকর যখন দস্যু ছিল, মানুষকে হত্যা করে পরিবার চালাতো, তখন ব্রহ্মা বিষ্ণুরা এসে বলেছিল তুমি পাপ করেছ তোমার পাপের ভাগী কে হবে তুমি কি তোমার পাপের ভাগী হবে। পরিবার কি পাপের ভাগী হবে। পরিবার বলেছিলো আমাদের পোষার দায়িত্ব তোমার। তার পরিবারই তার পাপের ভাগ নেয়নি। আর এ তো কোথাকার কে অনুব্রত মন্ডল, চুরি করেছেন, বাড়ি ঘর করেছেন, মিল করেছেন কলেজ করেছেন তার পাপের ভাগ কে নেবে, তার পরিবারই নেবে না। পার্টি তো নেবেই না।অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মৌন আছেন। এই নিয়ে তিনি বলেন,'দিদি এখন মৌন হয়েছেন।ভাইপোও এখন মৌন হয়েছেন।একুশে জুলাই যে বড় বড় কথাগুলো বলেছিল সেগুলো মানুষ ফিরিয়ে দিচ্ছেন। তিনি যাদের উপর ভরসা করে কথাগুলো বলেছিলেন তারা ডুবিয়ে দিয়েছে। সেজন্য এখন বলার কিছু নেই।'
'ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি, সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে'
আরও পড়ুন, '৩ মাস জেল খাটিয়েছিল', অনুব্রতর গ্রেফতারির পর খুশি নিহত বিজেপি কর্মীর পরিবার
এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হয়েছে। কিন্তু আন্দোলন কারীরা চাকরি কবে পাবেন। এপ্রসঙ্গে তিনি বলেন, 'সেটা তো ভগবানই জানে ৫০০ দিন হয়ে গেল রাস্তায় বসে আছে। চার বছরের বেশি হয়ে গেলে রাস্তায় বসে আছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রৌদ্র মাথায় নিয়ে রাস্তায় বসে আছে তাদের হক আছে। যে সরকারের কাছে তারা দাবি করছে সেই সরকারে আজকে পায়ে জোর নেই কোমরে জোর নেই ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি অনেক বছর ধরে। আবার যদি সরকারে আসেন তিনি ৩০ বছরের স্বপ্ন দেখাবেন। ত্রিশ হাজার চাকরি হবে না দিদিমণি থাকতে। সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে।'