Draupadi Murmu: একদিনের সফরে কলকাতায় দ্রৌপদী মুর্মু, এসেই যাবেন রাজ্য বিধানসভায়
Draupadi Murmu: দ্রৌপদী মুর্মু আসছেন কলকাতায়।সফরে এসে রাজ্য বিধানসভায় যাবেন দ্রৌপদী মুর্মু। জানুন বিস্তারিত।
কলকাতা: দ্রৌপদী মুর্মু আসছেন কলকাতায়। জুলাইতেই রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী ১৮ জুলাই দেশের পরবর্তী সাংবিধানিক প্রশাসন নির্বাচিত হবে। প্রতিযোগীতায় রয়েছেন দুই প্রার্থী। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। দুইজনেই সমর্থন চাইতে সারাদেশেই ঘুরছেন। আর এবার সেই সমর্থনের সফরেই এবার দ্রৌপদী মুর্মু আসছেন কলকাতায়। চলতি মাসে ৯ তারিখ তার কলকাতায় আসার কথা। সফরে এসে রাজ্য বিধানসভায় যাবেন দ্রৌপদী মুর্মু। বিধায়কদের ভোট চাইবেন। একদিনের সফর সেরেই ফিরে যাবেন বলে খবর।
আরও পড়ুন,‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!
একদিনের সফরে কলকাতায় দ্রৌপদী মুর্মু
গত মাসেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু । তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটে সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার দ্রৌপদী মুর্মু আসছেন কলকাতায়। জুলাইতেই রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, একদিনের সফরে ৯ জুলাই কলকাতা আসছেন দ্রৌপদী মুর্মু। ৯ তারিখ কলকাতায় এসে রাজ্য বিধানসভায় যাবেন দ্রৌপদী মুর্মু। বিধায়কদের ভোট চাইবেন বলে জানা গিয়েছে।
'দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম'
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের।' প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যুতে সারা দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েট নেতাদের চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিরোধী ঐক্য গড়তে একতা গড়ার লক্ষ্যে তিনি শরদ পাওয়ারকেও চিঠি পাঠান। এখানেই শেষ নয় বিজেপি বিরোদ্ধে এক হতে তিনি খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে বামেদের সীতারাম ইয়েচুরিকেও চিঠি দিতে বাদ রাখেননি। যদিও তখনও প্রকাশ্য়ে আসেনি গেরুয়া শিবিরে কী চলছে। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি, দিল্লির সিংহাসনকেই মূল্য পাখি চোখ করে প্রথম বড় সিড়িটা পেরোতে মাস্ট্রার স্ট্রোক দিয়েছেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো। যদিও ততক্ষণে বাউন্ডারি পেরিয়ে বড় রান করে ফেলেছে পদ্ম শিবির। তাই দ্রৌপদী মুর্মুর খবর প্রকাশ্যে আসতেই মমতা বলেন, 'দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।'