EM Bypass Closed : ফুট ওভারব্রিজের কাজে বন্ধ থাকবে ইএম বাইপাসের একাংশ, কোন পথে করবেন যাতায়াত ?
Kolkata News : পাটুলির বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য় ঘোষ পাড়ায় ফুট ওভারব্রিজ তৈরি করেছে কেএমডিএ (KMDA)।
হিন্দোল দে, কলকাতা : কেএমডিএ-র ফুট ওভারব্রিজ ইনস্টলেশনের (KMDA Foot Over Bridge Installtion) জন্য় শনিবার রাত ১০ টা থেকে রবিবার ভোর ৪ টে পর্যন্ত বন্ধ পাটুলির ইএম বাইপাসের একাংশ (EM Bypass Closed)। ফলে ইএম বাইপাসের পাটুলি ঘোষপাড়ায় ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে। শনিবার অন্য়ান্য় পুলিশ আধিকারিকদের (Police Officials) নিয়ে এলাকা পরিদর্শন করেন গড়িয়া ট্র্যাফিক গার্ডের ওসি (Garia Traffic Guard OC)।
পাটুলির বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য় ঘোষ পাড়ায় ফুট ওভারব্রিজ তৈরি করেছে কেএমডিএ (KMDA)। এই ওভারব্রিজ ইনস্টলেশনের জন্য় শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৪ টে পর্যন্ত বন্ধ পাটুলি ঘোষপাড়ার ইএম বাইপাসের একাংশ। এ জন্য় পূর্ব যাদবপুর ও গড়িয়া ট্রাফিক গার্ডের কাছে এই সময়ে রাস্তা বন্ধ রাখার আবেদন জানায় কেএমডিএ। সেই মতো ঘোষ পাড়া থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্য়বস্থা করেছে কলকাতা ট্র্য়াফিক পুলিশ (Kolkata Traffic Police)।
বিকল্প পথ
বারুইপুর থেকে কলকাতাগামী মালবাহী গাড়ি পাটুলি মোড় থেকে বৈষ্ণবঘাটা হয়ে রাজা এস সি মল্লিক রোড হয়ে সন্তোষপুর হয়ে বাইপাসে তোলা হচ্ছে। অন্য়দিকে, কলকাতা থেকে বারুইপুরগামী ভারী গাড়ি অভিষিক্তা মোড় থেকে ঘুরিয়ে যাদবপুর থানা হয়ে রাজা এস সি মল্লিক রোড হয়ে বাইপাসে তোলা হচ্ছে। বারুইপুরগামী ছোট গাড়ি সন্তোষপুর-পঞ্চসায়র দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার অন্য়ান্য় পুলিশ আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি।
আরও পড়ুন- ৮ টাকা ডিমের পিস ! জোগানে ঘাটতিতে হু হু করে চড়ছে দাম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে