Kolkata News: ফের অগ্নিকাণ্ড কলকাতায় ! কুণ্ডলী পাকিয়ে উঠল ধোঁয়া, চাঁদনি চকে দমকলের ৬টি ইঞ্জিন..
Chandni Chowk Fire Incident: শীতের রাতে চাঁদনি চকে আগুন

কলকাতা: চাঁদনি চকে ১টি ইলেকট্রনিক্সের দোকানে লাগল আগুন। ১ তলায় ১টি দোকানে আগুন লাগে, ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দমকলের ৬টি ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে। শট সার্কিট থেকে আগুন অনুমান দমকলের।
অপরদিকে, মধ্য়রাতে বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ আগুন লেগেছিল। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল প্রায় ২০০ টি দোকান। রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান বাজারের নিরাপত্তারক্ষীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৭টি ইঞ্জিনের ৭ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল। এর আগেও ২০০১ সালে আগুন লাগে ওই বাজারে। নতুন বছর শুরুর আগেই অগ্নিকাণ্ডে মাথায় হাত ব্য়বসায়ীদের।
এখানেই শেষ নয়, ভোররাতে বাগুইআটির ভিআইপি রোড সংলগ্ন একটি বহুতলে আগুন লাগে। আবাসনের সাততলায় ওই বাড়িতে দুজন যুবক-যুবতী ছিলেন। আগুন দেখতে পেয়ে দ্রুত বেরিয়ে আসেন তাঁরা। বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। শীতের রাতে আবাসন থেকে নেমে আসেন বাসিন্দারাও। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রুম হিটার থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আনুমান দমকলের।






















