Kolkata News: শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
Sealdah Firearms Rescue : শিয়ালদায় বৈঠকখানা রোডে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্র-ভাণ্ডারের হদিশ !
কলকাতা: উপনির্বাচনের আগে বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। শিয়ালদায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযান। সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?
প্রায় প্রতিটা ভোটের আগেই রাজ্যের জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়। সেই তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার নাম উঠে আসে প্রায় প্রতিবারই। কখনও কখনও উদ্ধার সম্ভব হয় না। ঘটে যায় অঘটন। যত্রতত্র বোমা ছড়িয়ে থাকার একাধিক উদাহরণ রয়েছে এরাজ্যে। কখনও বোমা বর্ষণের ঘটনায় একাধিক মায়ের কোল ফাঁকা হয়েছে। অতীতে বোমাকে বল ভেবে প্রাণ হারিয়েছে একাধিক শিশু। বলাইবাহুল্য দোড়গড়ায় উপনির্বাচন। ঠিক তার আগেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড় প্রশ্ন তুলে দিল।
প্রসঙ্গত, গত মাসেই বাড়িতে দু-দুটি আগ্নেয়াস্ত্র ও হাফ ডজন কার্তুজ মজুত রাখার অভিযোগ উঠেছিল মালদায়। মালদার মোথাবাড়িতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি। ধৃতের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল মালদা জেলা আদালত। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতাকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতর হেফাজত থেকে উদ্ধার হয়েছিল দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা আব্দুস সালাম কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করেছিলেন, তা খতিয়ে দেখেন তদন্তকারীরা।ঘটনাকে ঘিরে মালদায় শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন, শীত পড়ার আগে ফের বৃষ্টি ? রবিবার ভিজতে পারে এই ৩ জেলা ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
গত পঞ্চায়েত ভোটের আগেও একাধিক জেলায় বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ভরা বাজারে বোমা ফেটে আহত হওয়ার ঘটনা থেকে ভোটের আগে রান্নাঘরে বোমা ছুড়ে মারার ঘটনাও সামনে এসেছিল এই রাজ্য়েই। যদিও বড় কোনও অঘটনের আগে এবার উদ্ধার করা সম্ভব হয়েছে বিপুল পরিমাণ এই আগ্নেয়াস্ত্রগুলিকে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।