Coal Scam: 'BJPতে যোগ না দিলে, জেলে যেতে হবে', হুমকির অভিযোগ বিনয় মিশ্রের ভাইয়ের
Binay Mishra s brother Bikash Mishra on Coal Scam: কোথায় আছেন কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ? কী বললেন তার ভাই ?
কলকাতা: 'বিজেপিতে যোগ দিতে হবে, না হলে যেতে হবে জেলে', হুমকির অভিযোগ কয়লাকাণ্ডে (Coal Scam) অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের। দীর্ঘদিন ফেরার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। কোথায় আছেন বিনয়, জানেন না বলে দাবি বিকাশের।
প্রসঙ্গত, গতবছর কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়প্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর , পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের ওই সম্পত্তি বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা হয়েছিল। এই মামলায় এর আগে একাধিক অভিযুক্তর ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল।
ইডি সূত্রে খবর, বিনয় ও বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়।সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে এই তথ্য উঠে এসেছিল ইডির হাতে। শুধু তাই নয়, ৭৩১ কোটি টাকার একটা লেনদেনের তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। যা লালা ওরফে অনুপ মাঝির মারফত করা হত বলে সূত্রের খবর।
ফেরার অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার জন্য ২০১৮ সালে একটি আইনে আনে কেন্দ্রের মোদী সরকার। সেই আইন অনুযায়ী, কাউকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করলে দেশে তাঁর নামে বেনামে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে তদন্তকারী সংস্থা। এমনকী ফেরার অভিযুক্তের বিদেশের সম্পত্তিও বাজেয়াপ্ত করার পরিসর রয়েছে আইনটিতে। কারও বিরুদ্ধে ১০০ কোটি টাকারও বেশি প্রতারণা করে বিদেশে পালানোর অভিযোগ থাকলে, তাঁর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা যেতে পারে।
অপরদিকে, কয়লাপাচারকাণ্ডে বার বার পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। রুজিরাকে তলব করা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর সঙ্গে পেরে না উঠেই, স্ত্রী-সন্তানদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন। সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
দুর্নীতি সংক্রান্ত মামলায় এ যাবৎ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নাম যেমন রয়েছে, যুব তৃণমূল থেকে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে এসেছে। এঁরা জেলে থাকতে থাকতে আবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। কয়লাপাচার মামলায় তদন্তকারীদের নজরে অভিষেকের পরিবারও।