Kolkata News: গড়িয়াহাট ITI-তে অন্ধকারেই চলছে ভর্তির কাউন্সেলিং ! দুর্যোগের ৪৮ ঘণ্টা পরেও বিদ্যুৎহীন বালিগঞ্জের একাংশ
Ballygunge ITI Counselling Load Shedding: দুর্যোগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎহীন বালিগঞ্জের একাংশ।

কলকাতা: দুর্যোগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎহীন বালিগঞ্জের একাংশ। গড়িয়াহাট ITI-তে অন্ধকারেই চলছে ভর্তির কাউন্সেলিং। কারেন্ট না থাকায় জল তোলা যাচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকায় নাজেহাল হচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মীরাও। স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ না করায়, সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে। এই অবস্থায় পুজোর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
আরও পড়ুন, পুজোর মাঝে অঘটন, চতুর্থীতে সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১ !
সোমবার রাতের কয়েক ঘণ্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে, একাধিক জায়গায় লোডশেডিং
সোমবার রাতের কয়েক ঘণ্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে।দক্ষিণ কলকাতা প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে ছিল অন্ধকারে। মূল রাস্তার ওপরেই জয়জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে ছিল না বিদ্যুৎ-জল। পরিস্থিতি এমনই যে, অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য় হন!যাঁরা আছেন তাঁদের দুর্গতির শেষ নেই। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি। লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জলযন্ত্রণা এখনও কমেনি।কারও বয়স নব্বই পেরিয়ে গেছে! কারও আশি ছুঁইছুঁই! ১২ জনের পরিবারে ৬ জনই বয়স্ক! সোমবার রাতে ভারী বৃষ্টির পর মঙ্গলের সকাল থেকে ছিল লোডশেডিং! আলো পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছিলেন তাঁরাও! দুর্যোগে চরম সমস্যায় পড়েছিল অজয়নগরের দে পরিবার।
করুণ অবস্থার মাঝেই ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
এদিকে এই করুণ অবস্থার মাঝেই ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপের জেরে ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।






















