Murshidabad News: পুজোর মাঝে অঘটন, চতুর্থীতে সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১ !
Murshidabad Car Accident: সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১। দুর্ঘটনার পর আগুন ধরে যায় ২ টি ট্রাকেই। ঘটনাস্থলে পৌঁছয় দমকল
এক ব্যক্তিকে ট্রাক থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
পুজোর মাঝেই বিষাদের সুর মুর্শিদাবাদে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। অগ্নিদগ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ অবধি অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু হয়। প্রসঙ্গত, পুলিশের বারংবার সতর্কতামূলক অভিযান সত্বেও চালকরা এখনও সতর্ক নয়। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটনা তা এখনও জানা যায়নি।
চলতি মাসেই নিমতলা ঘাটে ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, নিমতলা রোডে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন। আচমকা একটি গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে ঢুকে পড়েছিল দোকানে। কয়েক জনকে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির ৩ সওয়ারিও আহত হয়েছিলেন। তাঁরা মত্ত অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় গাড়ির চালককে আগেই গ্রেফতার করে পুলিশ।
সম্প্রতি চারধাম যাত্রায় বেরিয়ে হুগলির গুড়াপে দুর্ঘটনার কবলে পড়েছিল উত্তরপ্রদেশের তীর্থযাত্রীদের বাস। ভোররাতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল। চারধাম দর্শন করে ৫৬ জন পুণ্যার্থীকে নিয়ে ঝাড়খণ্ড থেকে গঙ্গাসাগর যাচ্ছিল বাসটি। গুড়াপের কাছে জাতীয় সড়কের চলন্ত লরির পিছনে ধাক্কা মারায় আহত হয়েছিলেন ১২ জন পুণ্যার্থী। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাসের চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
কিছুদিনে আগেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয় কলকাতা। বেহাল রাস্তায় পড়ে গিয়ে ম্যাটাডোরের চাকায় পিষ্ট হয় বাইক চালক।পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শ্যামপুরের বাগান্ডা মনসাতলা এলাকা। বাইক চালকের দেহ এবং ঘাতক ম্যাটাডোর আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৬টা নাগাদ উলুবেড়িয়া-শ্যামপুর রোডে দুর্ঘটনা ঘটেছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















