Recruitment Scam: চাকরি দেওয়ার নামে একাই কি টাকা তুলেছিলেন কুন্তল ? নাকি এজেন্ট রেখেছিলেন ?
Kuntal Ghosh Recruitment Scam case: চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কি কুন্তল একাই তুলেছেন ? নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত?
আবির দত্ত, সমীরণ পাল ও ঋত্বিক প্রধান,কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেফতারিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে নেমে ৩০ কোটির হিসেব পাওয়া গেছে। টাকা নিয়েছেন বলে স্বীকারও করেছেন কুন্তল। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কি কুন্তল একাই তুলেছেন ? টাকা তোলার জন্য কি এজেন্ট রেখেছিলেন কুন্তল? যদি তাই হয়, তবে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত? এই প্রসঙ্গেই সামনে এসেছে বেশ কিছু নাম। তাঁদের মধ্যে গোপাল দলপতির নাম শোনা গিয়েছিল কুন্তলের মুখেই।
নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত?
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেছেন, গোপাল দলপতি আনত, গোপাল দলপতি। গোপাল দলপতি কে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, 'খোঁজ করে দেখুন।' তারই খোঁজে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে গেলে, পরিবারের সদস্যদের দাবি, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই। গোপাল দলপতির বাবা কালীপদ দলপতি জানিয়েছেন, আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখত না। জানা গিয়েছে, চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে গোপাল দলপতি এখন তিহাড় জেলে বন্দি।
'পাল-তাপস দুজনকেই এজেন্ট করেছিল কুন্তল'
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দাবি, গোপাল দলপতি নিয়ে অংশ। গোপাল-তাপস দুজনকেই এজেন্ট করেছিল কুন্তল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির সঙ্গেই সামনে এসেছে তাপস মিশ্রের নাম।
পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের ভন্ডুবসান গ্রামের বাসিন্দা তাপস। গত বছর ডিসেম্বরে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সেঁটে দিয়ে এসেছিল ইডি। তাপস মিশ্র আমার কাছে এসেছিল কয়েকজন ক্যান্ডিডেটের বিষয়ে কথা বলতে। পরে কুন্তল ওকে এজেন্ট করে নিল।
আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? জ্বালানি সস্তা কোন শহরে ?
নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে এসেছে আরও একটি নাম
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডলের মুখে, শোনা গিয়েছিল তন্ময় গোস্বামী নামে আরও একজনের নাম। বাঁকুড়ার তালডাংরা বাজারে, ঝাঁ চকচকে, ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া এই দোতলা বাড়িতেই থাকেন তন্ময় গোস্বামী। প্রতিবেশীরা জানিয়েছেন, আগে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তন্ময়। সূত্রের খবর,তন্ময় গোস্বামী, তাপস মিশ্র এবং গোপাল দলপতি - নিয়োগ দুর্নীতির তদন্তে এই ৩ জনের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। সম্প্রতি দিলীপ ঘোষ ফেসবুকে বলেছেন, এসএসসি দুর্নীতিতে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। এই কুন্তল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুব সভানেত্রী সায়নী ঘোষ-সহ একাধিকবার তৃণমূল নেতার ঘনিষ্ঠ। এদের সকলকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। তৃণমূলের এত উপতলায় যার ওঠাবসা তিনি নাকি প্রভাবশালী নন। এটাও কি মানতে হবে ? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।