Kolkata News: এবিপি আনন্দের খবরের জের, কলকাতা মেডিক্যাল ভর্তি জাপানি রোগীর সঙ্গে যোগাযোগ করল জাপান দূতাবাস
Japan Embassy Meet Japanese Patient Calcutta Medical: কলকাতা মেডিক্যালে ভর্তি জাপানি রোগীকে নিয়ে কাটল জট! জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতার সঙ্গে, যোগাযোগ করলেন কলকাতার জাপানি কনস্য়ুলেটের প্রতিনিধি

সন্দীপ সরকার, কলকাতা: এবিপি আনন্দের খবরের জের। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি জাপানি রোগী মিসিহিহিরো কাতার সঙ্গে, যোগাযোগ করল জাপান দূতাবাস। শুক্রবার, ওই জাপানি রোগীকে দেখতে হাসপাতালে আসেন, কলকাতার জাপান কনস্যুলেট-এর এক প্রতিনিধি। হাসপাতালের সিসিইউ-তে দীর্ঘ প্রায় ৭ দিন থাকার পর এদিন প্রথমবার ভারী খাবার খান তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভ্রমণের মতো অবস্থায় ফিরলে, বিমানে তাঁর নিজের দেশে ফেরত পাঠানো হবে বলেও আশ্বাস দিয়েছে জাপানি দূতাবাস।
এবিপি আনন্দর খবরের জের! কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি জাপানি রোগীকে নিয়ে কাটল জট! এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর, অবেশেষে জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতার সঙ্গে, যোগাযোগ করলেন কলকাতার জাপানি কনস্য়ুলেটের প্রতিনিধি। শুক্রবার সকালে কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে আসেন তিনি। ডেপুটি সুপারের সঙ্গে আলোচনা সেরে, সিসিইউ-তে মিসিহিহিরো কাতার সঙ্গেও দেখা করেন।
কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর,CCU-তে ওই রোগীর জন্য রেস্তোরাঁ থেকে জাপানি খাবারও নিয়ে আসা হয়। প্রায় ৭ দিন বাদে, ভারী খাবার খেলেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ডেপুটি সুপার অঞ্জন অধিকারী বলেন, কনস্যুলেটের তরফে যোগাযোগ করা হচ্ছে, ট্রাভেল করার মতো জায়গায় এলে ফ্লাইটে ফেরত পাঠানো হবে। কয়েক মাস আগে, কর্মসূত্রে জাপান থেকে কলকাতায় আসেন মিসিহিহিরো কাতা। এখানে এসে অসুস্থ হয়ে পড়ায়, প্রথমে ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল ও পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ওই জাপানি নাগরিককে। পাকস্থলীতে ধরা প়ড়ে ক্যানসার। একদিকে চড়চড়িয়ে বাড়তে থাকে চিকিৎসা খরচ।
অন্যদিকে, জাপানি রোগীর ভাষা ও খাদ্যাভাস নিয়ে মহা ফাঁপড়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে চিঠি লেখা হয় স্বাস্থ্য ভবনে। সেই খবর, এবিপি আনন্দের পর্দায় সম্প্রচারিত হওয়ার পর,বৃহস্পতিবার, কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কলকাতার জাপান কনস্যুলেট-এর প্রতিনিধি বান্দো সুজি। শুক্রবার, হাসপাতালে আসেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, জাপানে এক বোন ছাড়া কেউ নেই এই জাপানি রোগীর। কনস্যুলেটের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষকে তাঁর ফোন নম্বর দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে, ক্যানসার আক্রান্ত মিসিহিহিরো কাতা-কে। বিমানে জাপানে পাঠানোর ব্য়বস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে কনস্য়ুলেটের প্রতিনিধি।






















