Nupur Sharma: বারবার তলবেও বেপাত্তা নূপুর ! বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস কলকাতা পুলিশের
KP issued Look out notice against Nupur Sharma: বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। বিস্তারিত আসছে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতাঃ বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। হজরত মহম্মতকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই উত্তাল সারা দেশ। যার সরাসরি প্রভাব এসে পড়েছে বাংলাতেও। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরেই বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয় । এদিকে বারবার তলব করা হলেও উপস্থিত হননি তিনি। বারবার তলবেও গরহাজিরের অভিযোগ নূপুর শর্মার বিরুদ্ধে। তাই এবার বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের
মূলত সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে হজরত মহম্মদকে নিয়ে কথা বলতে গিয়েই বিতর্কিত হন বিজেপি নেত্রী নুপুর শর্মা। তার পদ থেকে সরিয়ে দেয় গেরুয়া শিবির। তাঁর বক্তব্যের পর প্রথমে উত্তাল হয় উত্তরপ্রদেশ। তারপর ধীরেধীরে গোটা দেশের এক একটা রাজ্য। একাধিক সংখ্যা লঘু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। যার প্রভাব এসে পড়ে বাংলাতেও। হাওড়া-মুর্শিদাবাদ-সহ একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন। বন্ধ করা হয় ইন্টারনেট। এদিকে নুপুর ইস্যুতে হিংসাত্মক আত্মঘাতী হামলার হুমকিও দেয় আলকায়দা।
এহেন স্পর্শকাতর এবং বিতর্কিত বক্তব্যের পর নুপুরকে সমর্থন করতে গিয়ে হিংসা মোড় নেয় রাজস্থানে। হত্যা করা হয় ওই সমর্থনকারী ব্যক্তিকে।পালানোর সময় তাড়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার সেই অভিযুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই চমকে দিল সবাইকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্তের বাইকে নাম্বার প্লেটে লেখা নাম্বারটি হল ২৬ ১১। যা প্রকাশ্যে আসতেই জ্বল জ্যান্ত হয়ে উঠেছে মুম্বই হামলার ভয়াবহ স্মৃতি।
জানা গিয়েছে, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরেই বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয় । এদিকে বারবার তলব করা হলেও উপস্থিত হননি বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। এরপরেই গরহাজিরের অভিযোগ ওঠে নূপুর শর্মার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাই নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।