Mamata Banerjee: 'আমরা কারও চাকরি খাইনি', শিক্ষকদিবসে ক্ষোভ উগরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata on WB Govt Job: বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি ইস্যু প্রকাশ্যে আসতেই, বামেদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিক্ষক দিবসে ফের বামেদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: একুশের জুলাইয়ের পর গত মাসের শেষে তৃণমূলের বিরাট সমাবেশে দাঁড়িয়ে বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি (Job Scam) ইস্যু প্রকাশ্যে আসতেই, বামেদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কত চাকরি হয়েছে বাম আমলে ? কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে ? স্টেজে উঠেই অগ্নিশর্মা হয়ে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। সেদিন হাতে এনেছিলেন তাঁর সরকারের আমলে ঠিক কত চাকরি হয়েছে, সেই পরিসংখ্যান। উল্লেখ্য, একদিকে 'পাশ করেও চাকরি নেই', অন্যদিকে 'পরীক্ষা না দিয়েও চাকরি' , এমন অভিযোগে যখন ঝাঁঝরা শাসকদল, ঠিক তখনই আজ শিক্ষক দিবসের দিনেও প্রশ্নবাণ নিক্ষেপ করলেন তিনি। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে স্পষ্ট জানালেন, 'আমরা কারও চাকরি খাইনি।'
এদিন বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকটা ছেলে -মেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম তখন, এদের কয়েকজনকে করে দিন। তখনকার এডুকেশন মিনিস্টার আমাকে বলেছিলেন, যে এদের নাম্বার পারমিট করছে না। আমার আবার একটু দয়ামায়া বেশি। আমি বলেছিলাম, দিন না একটু, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে ? তারপরেও, আপারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পানতো আলমারিতে, একটা কাগজও পাবেন না। আমাদের আমলে কাগজ আছে। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন।' এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,' ওদের আমলে একটাও কাগজ নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পায়নি।'
আরও পড়ুন, 'ইডি-সিবিআই চুরি ধরলে তৃণমূলের মুখ চুন হবে ঠিকই', কথায় 'কিন্তু' রেখে ফের বিস্ফোরক তথাগত
প্রসঙ্গত, ২৯ অগাস্ট তৃণমূলের বিরাট সমাবেশে বামেদের আক্রমণ করে তিনি সেদিন বলেছিলেন,' আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।' এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ, শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন, বলেন এদিন মমতা।