Mamata Banerjee: 'আজও আমাদের হৃদয়েই বাস করেন উত্তমকুমার', মহানায়কের প্রয়াণ দিবসে টুইট মমতার
Mamata on Uttam Kumar Death Anniversary: মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতাঃ মহানায়ক উত্তমকুমারের (Mahanayak Uttam Kumar) প্রয়াণ দিবসে (Death Anniversary) শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ উত্তমকুমারের ৪২ তম মৃত্যু দিবস। ১৯৮০ সালে খুব অল্প বয়সেই এমনই এক শ্রাবণের দিনে সবার চোখ ভিজিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। আজ ২৪ জুলাইয়ে মহানায়কের মৃত্যুদিনে টুইট করে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
My sincerest tribute to legendary Mahanayak Uttam Kumar on his death anniversary. He was one of the most beloved matinee idols of our country. The icon resides in our hearts even today.
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2022
মুখ্যমন্ত্রী এদিন টুইট করে লিখেছেন,' মহানায়ক উত্তমকুমারের মৃত্যু বার্ষিকীতে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি আমাদের দেশের সবথেকে প্রিয় ম্যাটিনি আইডলদের মধ্যে একজন।তিনি আজও আমাদের হৃদয়ে বসবাস করেন।' উল্লেখ্য, জীবনকালে একের পর হিট বাংলা ছবি উত্তমকুমার উপহার দিয়ে গিয়েছেন। প্রথম জীবনে তাঁরও অভিনয় নিয়ে কথা উঠেছে। আস্তে কথা বলা, রিঅ্যাক্ট করা এমনকি স্টুডিও গিয়ে গায়কের গান রেকর্ড দেখে, পরে অবিকল সেইভাবেই লিপ দেওয়া, এই পারফেকশন শুরু করেছিলেন উত্তমকুমারই। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যাম মিত্র গানেই সবচেয়ে বেশি লিপ দিয়েছিলেন তিনি। তবে শুধু লিপ দেওয়াই নয়, নিজের কণ্ঠে গানও গাইতে ভালবাসতেন উত্তমকুমার।
আরও পড়ুন,পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল SSKM
হারানো সুর, পথে হল দেরি, অ্যান্টোনি ফিরিঙ্গী, সন্ন্যাসী রাজা, নায়ক , প্রতিটি বাংলা ছবিতেই তিনি দক্ষতার পরিচয় দিয়ে গিয়েছেন। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর একের পর এক ছবি বক্স অফিসে হিট এনেছে। আজও বাংলার পরিচালকরা তাঁর ছবিকে ফ্রেমে মনে করে। অভিনেতারাও তারই দেখানো পথে আরও একটু সহজ হতে চায়। ১৯৮০ সালে ওগো বধূ সুন্দরী ছবির শুটিংয়ের সময় উত্তমকুমারের স্ট্রোক হয়। পরে তাঁকে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ৫৩ বছর বয়েসে তিনি তামাম বাঙালির চোখ জল ফেলিয়ে চিরবিদায় নেন।