Bengal Cabinet Reshuffle: 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?
Kunal Mukul on Bengal Cabinet Reshuffle: মন্ত্রিসভার রদবদল কেন হচ্ছে ? 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে মুখ খুললেন মুকুল-কুণালরা।
কলকাতাঃ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, 'কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই। সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডের প্রয়াণে মন্ত্রিসভার রদবদল হবে।' তবে এই ঘোষণার পরেই ইতিমধ্য়েই উত্তাল রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে এদিন মুখ খুললেন মুকুল-কুণালরা।
এদিন কুণাল ঘোষ বলেন, 'এটা তো বিষয়। মন্ত্রিসভার রদবদল কেন হচ্ছে, মুখ্যমন্ত্রী তো বলেছেন। সুব্রত মুখোপাধ্য়ায় প্রয়াত, সাধন পাণ্ডে প্রয়াত। পার্থ চট্টোপাধ্যায় বন্দি। দল অ্যাক্সন নিয়েছে। মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছেন। কাজের সুবিধা-অসুবিধার তো একটা বিষয় রয়েছে। ভাবমূর্তি তো দলের, মুখ্যমন্ত্রীর, গোটা অর্গানাইজেশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি সমানভাবেই উজ্জ্বল রয়েছে। মানুষ উপকার পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা আছে, তার ভাবমূর্তি শেষ কথা বলেই তো তিনবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ৯৯ শতাংশ ভাল কাজ করছে। ১ শতাংশ কোথাও কোনও ভূল ত্রুটি থাকে, সংশোধন হবে। যদি অন্যায় হয়, দল এবং মুখ্যমন্ত্রী দুজনেই ব্যবস্থা নিচ্ছেন। মন্ত্রিসভার রদবদলটা কাজের সুবিধা, পরিস্থিতি, মুখ্যমন্ত্রী যেভাবে চালাতে চাইছেন, তার সঙ্গে। এই দুটোকে না জড়ানোই ভালো।'
ঠিক কী বলেছিলেন এদিন মুখ্যমন্ত্রী। মূলত এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পাণ্ডে মারা গিয়েছেন। পার্থদা জেলে রয়েছেন। এদের কাজগুলি কে করবেন।কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়। পরশুদিন আমরা একটা ছোট্টো রদবদল করব। 'এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'মন্ত্রিসভার অসম্মান হয় এমন কাজ কেউ করবেন না। দলের অসম্মান হয় এমন কাজ কেউ করবেন না', পার্থ কাণ্ডের পর এমনটাই হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্য মন্ত্রীসভার রদবদল নিয়ে ঘোষণার পরেই নিয়ে মুকুল রায় (Mukul Roy) এদিন বলেন, 'মন্ত্রীসভার রদবদলের উপরে নির্ভর করে না ভাবমূর্তি। দরকার হলেই রদবদল। যার দরকার তিনিই বলতে পারবেন।'
আরও পড়ুন, 'নীলাদ্রি কন্য়ার বক্তব্য ও তথ্য়ে ফারাক', বিস্ফোরক দাবি সিআইডি-র
প্রসঙ্গত, একুশের বিধানসভার পর বাইশের লোকসভা উপনির্বাচনের আগে একাধিকবার ঘুরেছে, প্রয়াত মন্ত্রীদের সিটে আসবেন কারা ? এদিকে বালিগঞ্জ নির্বাচনে প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের আসনে তৃণমূলের হয়ে জয় আনেন বাবুল সুপ্রিয়ো। স্বাভাবিকভাবেই তাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বারবারই শিরোণামে এসেছে। তবে এদিন আরও একাধিক সম্ভাব্য মন্ত্রীর নাম উঠে এসেছে। কিন্তু কথা হচ্ছে, মন্ত্রিসভায় রদবদলের এই ধারাবাহিক জল্পনায় মাঝেই ঘটে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ গ্রেফতার হওয়ার আগে এই রদবদলের ঘোষণা হয়নি। রাজ্য জুড়ে পার্থ কাণ্ডে পারদ চড়েছে। এদিকে এমনই স্পর্শকাতর পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী 'একটা ছোট্টো রদবদল করব' ঘোষণা করেছেন। তাই মুখ খুললেন মুকুল-কুণালরাও। তবে চাপান উতোর থামল কি, রাজনৈতিক মহলে ?