Kolkata News: ইকো পার্কে চালু সোলার ডোম, ঘুরিয়ে দেখাবে রোবট ; লাগবে কত টাকা
Newtown Echo Park Renewable Energy Museum: মাস পেরোলেই বড়দিন, শীতের আগেই এবার নতুন ঘুরতে যাওয়ার জায়গা কলকাতায়, রইল বিস্তারিত
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শক্তির ধ্বংস বা বিনাশ নেই। এটি কেবল রূপ পরিবর্তন করতে পারে। মোট শক্তির পরিমাণ ধ্রুবক। একথা সকলেরই জানা। তবে কথা হচ্ছে গোনা গুনতি উৎসের দিকে শুধু নজর দিলে বাকিরা যে ব্রাত্য হবে ! কারণ প্রকৃতিতে শক্তির উৎস নেহাত খুব কম নয়। তবে এবার জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পুনরায় ব্যবহারযোগ্য শক্তি যে বড় জায়গা রাখে, তা বোঝাতেই এবার ইকো পার্কের চালু হল সোলার ডোম।
ইকো পার্কে চালু সোলার ডোম, প্রবেশ মূল্য কত ?
মাস পেরোলেই বড়দিন। শীতের আগেই এবার নতুন ঘুরতে যাওয়ার জায়গা কলকাতায়। পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উপর ভিত্তি করেই ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। প্রবেশ মূল্য ২০০ টাকা। এখানে আপনি রোবটকেও গাইড হিসেবে নিতে পারেন। যদিও তার জন্য খরচ করতে হবে আরও ১০০ টাকা।
পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকেই প্রাধান্য
জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার উপরেই বিভিন্ন মডেল ডিসপ্লে খেলা রয়েছে এখানে। তবে খালি পেটে বিজ্ঞান বোঝা সম্ভব নয়। সেকথাটি মাথায় রেখেই , এখানে একদম উপরে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। এদিন এটির উদ্বোধন করেন পুরোনগরের উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ঘুরতে যাওয়া
পুজোর মরশুমের পর থেকেই শীত পড়ুক আর না পড়ুক, বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই মিউজিয়াম হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা।
আরও পড়ুন, আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'
ইকোপার্ক ভারতের বৃহত্তম উদ্যান
প্রসঙ্গত, ইকোপার্ক ভারতের বৃহত্তম উদ্যান। এর মোট আয়তন ৪৮০ একর। এর ভিতরে রয়েছে একটি দ্বীপও। এই উদ্যানের মূলত তিনটি ভাগ রয়েছে। ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যানটির উদ্বোধন করেন। এই উদ্যানে ২০১৪ সালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। নিউটাউন কলকাতা ইন্টারন্যাশনাল ঘুড়ি উৎসব ট্রাস্ট ভোকাট্টা ২০১৪ এর আয়োজন করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।