Recruitment Scam: গ্রেফতার এবার OMR শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক
Niladri Das Arrested: গাজিয়াবাদের ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিককে গ্রেফতার হয়েছে।
কলকাতা: গ্রেফতার ওএমআর শিট (OMR Sheet) প্রস্তুতকারী সংস্থার আধিকারিক। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিককে গ্রেফতার হয়েছে। ওএমআর শিট বিকৃত করার অভিযোগে নীলাদ্রি দাসকে (Niladri Das Arrested) গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জেরার পরে নাইসার আধিকারিককে গ্রেফতার করল সিবিআই।
তখন সবে নতুন বছরে পা। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি। 'ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার প্রতি তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর এত প্রেম কেন?' অতিরিক্ত প্যানেলের বিষয়ে মানিক ভট্টাচার্যকে জেরার নির্দেশ দিয়েছিলেন সেসময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'অপসারিত সিবিআই আধিকারিক কোনও সরকারি সংস্থায় কাজ করার উপযুক্ত নন'। সিবিআইকে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছিল। 'আমাকে তো দেখছি ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই ফাইভের উপর ভরসা করতে হবে। মামলার সঙ্গে যুক্ত সব সিবিআই আধিকারিকের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ দেব'। শুনানিতে এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গত ৩১ জানুয়ারি স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পড়েছিল CBI । মানিক ভট্টাচার্যকে কেন গ্রেফতার করতে পারেননি? কেন দেরি হয়েছিল? ভর্ৎসনা করে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করেছিলেন অপর একজন বিচারপতি বিশ্বজিৎ বসুও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অসন্তোষ প্রকাশ করে, সিবিআই-এর তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে আসন থেকে সরিয়ে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। নতুন তদন্তকারী অফিসারের নাম জানাতে নির্দেশ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, 'বিরোধী নেতারাই BJP-র টার্গেট', রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ মমতা-অভিষেকের
অপরদিকে, নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির (Hooghly) যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে ওএমআর শিট (OMR Sheet) বাজেয়াপ্ত করেছিল ইডি (ED)। উল্লেখযোগ্য হল, এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করে সেসময় ইডি। সূত্রের খবর, আরটিআই-এর মাধ্যমে এই ওএমআর শিট পেয়েছিলেন কুন্তল। ইডি সূত্রে খবর, জেরার মুখে এমনটাই দাবি করেছিলেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের। কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।