Petrol Diesel Price Today: আজ ছুটির দিনে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?
Kolkata Petrol Diesel Price: রবিবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কি ? চলুন আজ জেনে নেওয়া যাক, এদিন কলকাতার পাশাপাশি এদিন সারাদেশে কী দামে বিক্রি হচ্ছে।
![Petrol Diesel Price Today: আজ ছুটির দিনে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? Kolkata News Petrol Diesel Price Today Petrol Diesel Price update on 31 July Petrol Diesel Price Today: আজ ছুটির দিনে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/15/8e1eb89c50961d7a68fba316b28f404d_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রবিবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম কি ? আজ কি নতুন দাম ধার্য করল সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation) ? নাকি এদিনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে ? তবে গতকালের মত আজও পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। মূলত জ্বালানীর দাম বাড়তেই কোভিডে কলকাতাবাসী যে হারে গাড়ি কিনেছিল, এখন ততটাই তা গ্যারাজবন্দি হয়ে পড়ে রয়েছে। দামের প্রভাব পড়েছে পরিবহণেও। পরোক্ষভাবে হলেও প্রভাব পড়তে বাজারদরেও। চলুন আজ জেনে নেওয়া যাক, এদিন কলকাতার পাশাপাশি এদিন সারাদেশে পেট্রোল ও ডিজেল কী দামে বিক্রি হচ্ছে।
আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?
এদিন সরকারি তেল সংস্থা জানিয়েছে যে, কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। পাশাপাশি এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ
উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষা করে। তারপর থেকে একমাসেরও উর্ধ্বে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানীর দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে। অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। সুতরাং নতুন করে দাম কমার অপেক্ষায় বাংলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)