Puri Duronto Express: পুরীর দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক লুঠ, পুজোর মুখে সর্বস্বান্ত বারাসাতের ব্যবসায়ী
Robbery in Puri Duronto Express: পুরীর দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক লুঠ। পুজোর মুখে পুরী ঘুরতে গিয়ে সর্বস্ব লুঠ বারাসাতের ব্যবসায়ীর।
কলকাতা: পুরীর দুরন্ত এক্সপ্রেসে (Puri Duronto Express) দুঃসাহসিক লুঠ (Robbery)। রেল অ্যাটেনডেন্ট ও প্যান্ট্রি কার কর্মী সেজে চলন্ত ট্রেনে লুঠপাট। পুজোর মুখে পুরী ঘুরতে গিয়ে সর্বস্ব লুঠ বারাসাতের ব্যবসায়ীর। সপরিবারে পুরী যাওয়ার জন্য গতকাল রাতে পুরী দুরন্ত এক্সপ্রেসে ওঠেন ব্যবসায়ী শুভজিৎ আচার্য। উঠেছিলেন A1 কামরায়। তাঁর অভিযোগ, রাত ২টোয় স্ত্রীর চিত্কারে ঘুম ভাঙে। দেখেন, ২ দুষ্কৃতী ব্যাগ ছিনতাই করে পালাচ্ছে। স্ত্রী বাধা দিলেও, তারা ব্যাগ নিয়ে চম্পট দেয়। B1, B3, B4 কামরাতেও লুঠপাট চলেছে বলে অভিযোগ। ভুবনেশ্বর আসার আগে দেড়ঘণ্টা ট্রেন ধীরগতিতে চলায় তাঁরা পালিয়ে যায়। রেল অ্যাটেনডেন্টরা দেখেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পুরী জিআরপি-তে অভিযোগ জানায় পরিবারগুলি।
গত এপ্রিলেও সর্বস্ব লুঠের ঘটনা গটে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে। হাওড়া স্টেশনে ট্রেন থেকে ওই বৃদ্ধ দম্পতি নামতেই ওই ঘটনাটি ঘটে। জনবহুল স্টেশন। চারিদিকে সিসিটিভির নজরদারি। সুরক্ষার বেড়াজাল। এরই মধ্যে এত বড় ঘটনা ঘটে যেতে পারে, ভাবেননি তাঁরা। ভারী মালপত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। সাহায্যের নামে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠ করে নেয় তারা। রেল সূত্রে খবর, ট্রেনটি ১৩ নম্বর প্লাটফর্মে ঢোকার পর ওই দুজন যখন স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছিলেন সেই সময় তিন চারজন যুবক প্লাটফর্মে তাদের ঘিরে ধরে বলে অভিযোগ। সাহায্য করার নামে তাদের টেনে নিয়ে স্টেশনের বাইরে আসে। এরপর দুষ্কৃতীরা তাদের ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না ছিল বলে জানিয়েছেন ওই দম্পতি। দম্পতির অভিযোগ, ওই ব্যাগে নগদ টাকা ও সোনার গয়না ছিল। যা সবই খোয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনার রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই চলে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা।
আরও পড়ুন, 'নিজের ঢাক নিজেই বাজচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?
অগাস্টে আরও একটি ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনা জেলায়। গাড়ি চালককে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে লুঠ চালায় দুষ্কৃতীরা। বন্দুকের বাট দিয়ে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের ঘোলা থানায়। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়েতে।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বাপি ঘোষ নামে এক গাড়ি চালক এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় তার গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং গাড়ি বার বার বন্ধ হয়ে যায়। সেই সময় সোদপুর দিক থেকে বাইকে চেপে দুই দুষ্কৃতী আসে। এবং তারা ওই ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ৫ হাজার টাকা ও ফোন নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এমনকি দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তারা বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এমনই অভিযোগ করেছেন আক্রান্ত গাড়ি চালক । গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় সাহায্যের জন্য তার এক বন্ধু বাপি সরকারকে সেখানে ডাকে এবং সেই সময় সেও সেখানে উপস্থিত হয় । তাকেও জামার কলার ধরে মারধর করে দুষ্কৃতীরা । মূলত, রাজ্যের অপরাধের প্রবণতা ক্রমশ বাড়ছে। ডিজিটালাইজেশনের যুগে শুধুই যে অনলাইনে প্রতারণা বা টাকা লুঠের ঘটনা ঘটছে, তা নয়, এখনও প্রত্যন্ত বাংলায় ডাকাতির ঘটনা জারি আছে। এই বাইশ সালে দাঁড়িয়েও এখনও ডাকাতির উদাহরণ ভুরিভুরি এরাজ্যেই।