![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Santanu Sen: 'নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?
Santanu on Dilip: মুখ্যমন্ত্রীর ঢাক বাজানোকে কেন্দ্র করে দিলীপের বিস্ফোরক মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন।
![Santanu Sen: 'নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ? Kolkata News Santanu Sen attacks Dilip Ghosh on Mamata Banerjee s Durga Puja 2022 issue Santanu Sen: 'নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/c68a247647d2f7fd945120c6a1a579421664426819614484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দুর্গা পুজোয় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ঢাক বাজানোকে কেন্দ্র করে দিলীপের (Dilip Ghosh) বিস্ফোরক মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন (Santanu Sen)। মূলত দিলীপ ঘোষ বলেন, 'ক্লাবগুলিকে অনুদান দিয়েছেন, তাই সব পুজোয় উদ্বোধন করছেন। নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন।' এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে।'
এদিন শান্তনু সেন বলেন, আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে, বাংলার সবথেকে বড় উৎসব, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব, সব ধর্মের মানুষ যে উৎসবে মেতে ওঠে, সেই দুর্গা উৎসবকে ইউনেসকোর স্বীকৃতি লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন। এবং তিনি বাংলার মানুষকে মাতিয়ে রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এত বৃদ্ধি পাচ্ছে, এতে বিজেপির ঘুম ছুটে গিয়েছে, কপালে ভাজ পড়ছে। আমি দিলীপ বাবুকে একটাই কথা বলি, বলে নিশানা করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো জীবদ্দশায় নিজেদের নামে নানা জায়গার নামকরণ করছেন না, দুর্গা পুজোর উদ্বোধন করছেন।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গিনেস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।'
আরও পড়ুন, 'খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর' ! সুবীরেশের দিকেই আঙুল তুলল সিবিআই
অপরদিকে, পুজো নিয়ে বাংলার মানুষকে এদিন তিনি বলেন, বিপদ কেটে গেছে করোনার। সেজন্য পুজো দেখতে আপত্তি নেই। উৎসাহে এবার পুজো হচ্ছে ধুমধাম করে। সবাই পুজো দেখুন। যাঁরা অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাদেরকে আমি অনুনয় করবো আপনারা আন্দোলন বন্ধ রেখে আসুন পুজোর আনন্দে মেতে উঠুন। পরিবারের লোকেদের সময় দিন। বন্ধু বান্ধবদের সময় দিন। লড়াই করতেই হবে। পশ্চিমবাংলার কপালে এটাই লেখা আছে স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না লড়াই করতেই হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)