Kolkata News: ব্যাঙ্ককর্মী ওভাবে হাঁটছে কেন ? মাথায় খেলনা বন্দুক ঠেকানো ! ম্যানেজারের ঘরে 'ডাকবিভাগের কর্মী' ঢুকতেই ..
Kolkata Santoshpur Bank Robbery : খেলনা বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা সন্তোষপুরে, গ্রেফতার ডাকবিভাগের কর্মী !

কলকাতা: খেলনা বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা, হাতেনাতে পাকড়াও। ঘটনাটি ঘটেছে সন্তোষপুরে স্টেট ব্যাঙ্কে। যদিও ব্যাঙ্কে ঢুকে দরজা বন্ধ করে ডাকাতির চেষ্টায় শেষ রক্ষা হয়নি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
মূলত, ব্যাঙ্ককর্মীর মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের ঘরে যেতেই সন্দেহ হয়। ব্যাঙ্ক ম্যানেজারের সন্দেহ হতেই শুরু হয় ধস্তাধস্তি, বন্দুক পড়তেই পাকড়াও। সাইরেন বাজিয়ে পুলিশে খবর পাঠানো হয়। এরপরেই হাতেনাতে গ্রেফতার করা হয় ওই 'ডাকাত'-কে। খেলনা বন্দুক, ছুরি-সহ ডালিম বসু নামে ওই এলাকারই বাসিন্দাকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ডালিম বসু ডাকবিভাগের কর্মী। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই আর্থিক সমস্যায় ছিল অভিযুক্ত ডালিম বসু।
সম্প্রতি ব্যাঙ্কের এটিএমের প্রায় আঠারো লক্ষ টাকা গায়েবের অভিযোগ উঠেছিল খোদ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই। পুলিশের জালে অভিযুক্ত বন্দুকধারী নিরাপত্তারক্ষী ও তার স্ত্রী। এযেনও রক্ষকই ভক্ষক। প্রতিদিনের মত ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বিভিন্ন এটিএম-এ টাকা ভরার কাজ করছিলেন এজেন্সির লোকজন । যে গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়িতে ছিলেন দুজন এজেন্সির লোক। একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী।এদিন ব্যাঙ্ক থেকে মোট ৪০ লক্ষ টাকা নিয়ে পাঁশকুড়া থেকে তমলুকের রাধামনি পর্যন্ত বিভিন্ন এটিএমে টাকা ভরে আসছিলেন।কিন্তু রাধামনি বাজারের কাছে একটি এটিএম-এ টাকা ভরার সময় হঠাৎ নজরে আসে গাড়ির মধ্যে থাকা টাকার মধ্যে প্রায় ১৮ লক্ষ টাকা কম রয়েছে। সন্দেহ হয়েছিল এজেন্সি লোকেদের।
এটিএম-এ টাকা ভরার দায়িত্বে থাকা এজেন্সি তমলুক থানায় অভিযোগ দায়ের করে। বন্দুকধারী নিরাপত্তা রক্ষী বুদ্ধদেব জানা ও তার স্ত্রী অলকা জানা-কে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও আরও তিনজনকে আটক করেছিল তমলুক থানার পুলিশ। তমলুক থানা নিরাপত্তার রক্ষী বুদ্ধদেব জানা ও তাঁর স্ত্রী অলকা জানাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কীভাবে ১৮ লক্ষ টাকা খোয়া গেল ? তা নিয়ে তদন্তে নেমেছিল তমলুক থানার পুলিশ।
পাশাপাশি হুগলির চাঁপদানিতে একবার মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ পাওয়া গিয়েছিব ! এটিএম লুঠের চেষ্টা! ইট দিয়ে থেঁতলে ভাঙা হয়েছিল মেশিন।চাঁপদানি জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই ছিল ATM কিয়স্ক। গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছিল। ইট দিয়ে মেশিন ভাঙা হয়।যদিও টাকা যেখানে থাকে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা।






















