Suvendu Adhikari: 'এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি', 'কচুরিপানা'-র আইডিয়া শুনে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Attacks Mamata: 'কাশ ফুল, কচুরিপানা, চপ, পাতা, ঠোঙা বানিয়ে কোটিপতি।এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি। এমন অযোগ্যের পাল্লায় পড়ে পিছিয়ে গেল আমার জন্মভূমি', বিস্ফোরক শুভেন্দু ।
কলকাতা: খড়্গপুরে গতকাল 'উৎকর্ষ বাংলা'-র (Utkarsh Bangla Scheme) অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ব্যাস, তারপরেই একের পর এক কটাক্ষ, তোপ উড়ে আসছে গেরুয়া শিবির থেকে। এমনিতেই এসএসসি দুর্নীতি নিয়োগ ইস্যুতে উত্তাল সারা বাংলা। একদিকে গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ। অপরদিকে, হাইকোর্টে-র নির্দেশে হাজতবাস শাসকদলের প্রাক্তন শিক্ষামন্ত্রী-র। 'পাশ করেও চাকরি না পাওয়া' এবং 'পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া'-র দোসরে প্রতিবাদ। একুশের বিধানসভা নির্বাচনে বিপুলভোটে জয়ের পর শিল্পকেই লক্ষ্য বানিয়েছিল মমতার সরকার (Mamata Banerjee's Govt)। বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে প্রতিশ্রুতি পেয়েছে ভবিষ্যতের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে বাংলার ছেলে মেয়েরা। তখনও কেউ আশা করেনি, এসএসসি দুর্নীতি মামলায়,খোদ ' শিল্প মন্ত্রী' কেই গ্রেফতার করা হবে। যদিও পদ গেলেও এখনও নিজের জায়গায় দৃঢ় পার্থ। কিন্তু এসএসসি দুর্নীতি মামলায় পার্থ, শান্তিপ্রসাদ, অশোক সাহার পরে গ্রেফতার হয়েছেন সদ্য কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আর এহেন উত্তাল সময়েই, মমতার চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণায় কোমর বেধে সরব শুভেন্দুরা। গানের ছন্দ মিলিয়ে ফের কটাক্ষ করলেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এমন অযোগ্যের পাল্লায় পড়ে পিছিয়ে গেল আমার জন্মভূমি: শুভেন্দু অধিকারী
শুভেন্দু তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'কাশ ফুল, কচুরিপানা, চপ, পাতা, ঠোঙা বানিয়ে কোটিপতি।এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি। এমন অযোগ্যের পাল্লায় পড়ে পিছিয়ে গেল আমার জন্মভূমি। তোলামূলীদের বলব, পুজোয় আনন্দ করুন। মালকিনের কথা শুনে আবার ঠাকুর দেখতে যাওয়ার সময় ঝালমুড়ির টিন হাতে নিয়ে বেরোবেন না যেনও।ওটা বরং তোলা থাক, দলটা উঠে গেলে, অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে, তখন না হয় চেষ্টা করে দেখবেন।' প্রসঙ্গত, খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কাশফুল দিয়ে নয়া ব্যবসা শুরুর ভাবনা আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিনও বিষয়টি উদ্যোগপতিদের উদ্দেশে জানান তিনি। পাশাপাশি রাজ্যে কীভাবে কচুরিপানা দিয়ে ব্যাগ এবং থালা তৈরি হচ্ছে, সেকথাও জানান তিনি। এদিন মমতা বলেন, 'আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে। আমার মামার বাড়ি গ্রামে। সেখানে যখন যেতাম দেখতাম পাকের মধ্যে পড়ে থাকে ওই কচুরিপাতা। যা দিয়ে মাদুর তৈরি হয়। আপনারা কি জানেন কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, খাবারের থালা তৈরি করছে। আগে শালপাতার থালাতে খাবার দিত। এখন এই নতুন থালাতে খাবার দিচ্ছে। ভাবতে পারেন ? কচুরিপানা দিয়ে যে এত ভাল কাজ হতে পারে, ভাবা যায় না।'
আরও,'এখনই অন্তর্বর্তী নির্দেশ নয়', অভিষেকের শ্যালিকার মামলায় কী জানাল হাইকোর্ট ?
'আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী ? : দিলীপ
গতকাল দিলীপ ঘোষ এই ইস্যুতে তোপ দেগেছেন। তিনি বলেছেন, 'আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী ? উৎকর্ষ বাংলায় ফলাও করে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চাকরির যে চিঠি গিয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। খোদ রাজ্য সরকার এই ভুয়ো চিঠি বিলি করেছে ! প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর সঙ্গে এই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যেগুলিকে চাকরি বলে চালাচ্ছিল রাজ্য সরকার, সেগুলি আসলে কোনও চাকরি নয়, সেটি প্রশিক্ষণের নিয়োগপত্র ! পাশাপাশি এই ইস্যুতেই এদিন টুইটার পোস্টে তিনি লেখেন, প্রতারণার স্কুল চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।'