Kolkata News: 'চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী', বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণমন্ত্রী
Transport Minister on WB Transport : বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণমন্ত্রী। এদিন কী বললেন ফিরহাদ হাকিম ?
কলকাতা: বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণমন্ত্রী (Transport Minister)। আজ তিনি বলেন, বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়াবৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিনই, পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা-সহ একাধিক দাবিতে কলকাতায় (Kolkata) মিছিল করে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU)।
'ভাড়াবৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী', বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণমন্ত্রী
এদিন লালবাজার অভিযানে (Lalbazar Abhijan) বাম শ্রমিক সংগঠন। পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু সিটুর (CITU) মিছিল। একাধিক দাবিতে সিটুর লালবাজার অভিযান, গণেশচন্দ্র অ্যাভিনিউতেই আটকাল পুলিশ। পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বাম শ্রমিক সংগঠনের অভিযান। বেসরকারি বাস ভাড়া বাড়ানোর পক্ষে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি -সহ বাস চালানোর খরচ বৃদ্ধির কথা বলে, দীর্ঘদিন ধরে বাস ভাড়া বাড়ানোর দাবি করেছেন বেসরকারি বাসের মালিকরা। এদিন, পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সরকারি পরিবহণের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। আর বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়াবৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, ফের হাতির তাণ্ডবে তছনছ চাষের জমি, 'ক্ষতিপূরণ'-র প্রতিশ্রুতি আধিকারিকের
বেতন বৃদ্ধি-সহ একধিক দাবিতে শুক্রবার লালবাজার অভিযানের ডাক দেয় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু
প্রসঙ্গত, পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধি-সহ একধিক দাবিতে শুক্রবার লালবাজার অভিযানের ডাক দেয় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। সরকারি, বেসরকারি বাস কর্মীদের পাশাপাশি অংশ নেন অ্যাপ নির্ভর ক্যাব ও ট্যাক্সি চালকরাও। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পরিবহণভবন হয়ে লালবাজারে যাওয়ার কথা থাকলেও, পরিবহণ ভবনের আগে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি। রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ বলেন, পুলিশের হয়রানি, সিভিক ভলান্টিয়ারদের হয়রানি, সরকারি পরিবহণ কমছে, ট্রাম বসিয়ে রেখেছে, ওলা-উবের থেকে কমিশন খেয়ে এসব করছে। গ্রুপ-ডির বেতন বাড়ছে না। পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে, উনি ডেকেছেন, আমরা যাব। এরপর, সিটুর একটি প্রতিনিধিদল পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। সিটুর আরেকটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয় ডিসি ট্রাফিকের কাছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দাবি খতিয়ে দেখা হবে, সরকারি নিয়ম মেনে যারা ভাড়া নিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিটুর কর্মসূচির কারণে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একাংশ।