Kolkata News: BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে? বৈঠকে মালব্যরা, জল্পনা তুঙ্গে..
State BJP Meet: ১৮ টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন ? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি

কলকাতা: ১৮ টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন ? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি। ২৫ জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কি তা নিয়েও আলোচনা, তুঙ্গে জল্পনা। বৈঠকে সামিল অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা।
সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে ? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি
শুক্রবারই ২৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের তালিকা ঘোষণা করেছে বিজেপি। এখনও জেলা সভাপতি নির্বাচন বাকি রয়েছে ১৮টি সাংগঠনিক জেলার। এই সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনের সঙ্গেই জুড়ে রয়েছে রাজ্য সভাপতি নির্বাচন। জল্পনা চলছে, সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে ? এই প্রেক্ষাপটেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ভূতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়ালেন তারপর দিনই সাংগঠনিক বৈঠকে বসল বিজেপি।
'২২ জন হলেই আমরা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারি..'
রবিবার সল্টলেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং থেকে জগন্নাথ চট্টোপাধ্য়ায়রা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ইতিমধ্যেই ২৫ জনের নাম ঘোষণা হয়েছে। ২২ জন হলেই আমরা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারি। ফলে আমাদের কাছে প্রাথমিকভাবে রাজ্য সভাপতি কে হচ্ছেন, তা নির্বাচনের জন্য রাজ্য বিজেপি তৈরি। তবে ক্যাপ্টেন যেই হোক, টিম পারফর্ম করবে। ধোনি সৌরভ সচিন ক্যাপ্টেন তো পরিবর্তন হয়, হবে। টিম কাজ করবে।
'ওদের আবার সংগঠন তাদের আবার বৈঠক, টিভিতে দেখায় ইটিং অ্য়ান্ড সিটিং...'
তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওদের আবার সংগঠন তাদের আবার বৈঠক। টিভিতে দেখায় ইটিং অ্য়ান্ড সিটিং। এর আবার বৈঠক...ওদের নিজেদের মধ্যে পার্টি অফ হুলিগানিজম। গুন্ডাদের নিয়ে একটা দল। কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্য়ে। যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল, ছাগল থাকে যারা একটু উগ্রবাদী হয়। তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা। সেক্ষেত্রে অমিত শাহের বঙ্গ সফরের আগেই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
