Kolkata News: বাঁশদ্রোণীতে বদ্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ, মহেশতলায় বৃদ্ধার রহস্যমৃত্যুতে গ্রেফতার ছেলে
West Bengal News: মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছে ছেলে। ধৃতের বিরুদ্ধে বৃদ্ধা মা-কে মারধর, অত্যাচারের অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

হিন্দোল দে, কলকাতা : বাঁশদ্রোণীতে যুবকের রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা ঝুলন্ত দেহ। মৃত সুব্রত দে শেয়ার মার্কেটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। আসানসোলের বাসিন্দা সুব্রত সম্প্রতি বাঁশদ্রোণীতে ভাড়ায় আসেন। মাস চারেক আগে নিরঞ্জন পল্লির ফ্ল্যাট ভাড়া নেন সুব্রত দে। পরশু দিন থেকেই এলাকায় প্রবল দুর্গন্ধ বেরোচ্ছিল। সুব্রতর ফ্ল্যাট থেকেই দুর্গন্ধ আসছে সন্দেহে গতকাল পুলিশে খবর দেন ফ্ল্যাটের বাসিন্দারাই। দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে উদ্ধার করা হয় পচাগলা ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন সুব্রতর এমন মর্মান্তিক পরিণতি হল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কে বা কারা এর পিছনে দায়ী, সুব্রত দে' র মৃত্যুর আসল কারণ কী, এই রহস্যমৃত্যুর পিছনে কী রয়েছে তার সমাধানে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্গন্ধে পাড়ার লোক টিকতে পারছিলেন না। সকলেই খুঁজছিলেন কোথা থেকে এত দুর্গন্ধ আসছে। ফ্ল্যাটের একটি জানলায় প্রচুর মাছি উড়তে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। ওই ফ্ল্যাটের দরজার বাইরে থেকেই বেশি দুর্গন্ধ আসছিল। এরপর ফ্ল্যাটের সকলে বাড়িওয়ালাকে ডেকে আনেন। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। তবে একটু ধাক্কা দিতেই তা খুলে যায়। উদ্ধার হয় যুবকের দেহ। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না সুব্রত। একাই থাকতেন ভাড়ার ফ্ল্যাটে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মহেশতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু। মৃতের নাম বিজলি ঘোষ। মহেশতলার সারেঙ্গাবাদ এলাকার ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৮০ বছরের বৃদ্ধার। মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে সঞ্জয় ঘোষকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, গতকাল রাতে বৃদ্ধার বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে থানায় খবর দেওয়া হয়। দরজা-জানলা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধাকে জ্বলতে দেখে। পাশের ঘরে শুয়েছিলেন ছেলে। প্রতিবেশীদের অভিযোগ, মায়ের ওপর অত্যাচার করতেন ছেলে। কিছুদিন আগে মেরে মায়ের মাথা ফাটিয়ে দেন। ছেলেই মাকে পুড়িয়ে মেরেছেন কি না, খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ।
শুক্রবার রাতে স্থানীয়রাই প্রথম দেখতে পান মহেশতলার সারেঙ্গাবাদ এলাকার একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দরজা-জানলা সব বন্ধ। এরপর স্থানীয়রাই দরজা ভেঙে দেখেন বিছানার উপর জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। পাশের ঘরে শুয়ে রয়েছেন ছেলে। স্থানীয়রাই দমকল এবং পুলিশকে খবর দিয়েছিলেন। মূলত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই বৃদ্ধার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও ওই যুবক বৃদ্ধা মাকে মারধর করেন বলে অভিযোগ করেন প্রতিবেশীরা।






















