Kolkata Water Log: নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি, জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা
Kolkata Rain: একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। নিউ গড়িয়া সমবায় আবাসনে ঢোকার মুখে জল জমে রয়েছে। এ ছাড়াও, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্কের কিছু কিছু জায়গায় জল জমেছে।

কলকাতা: রাত থেকে দফায় দফায় বৃষ্টি। কলকাতার বিভিন্ন অংশে জল জমে দুর্ভোগ। কাজের দিনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ধারাপাত বিভিন্ন জেলাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে কাল বিকেল পর্যন্ত।
একটানা বৃষ্টি, কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। নিউ গড়িয়া সমবায় আবাসনে ঢোকার মুখে জল জমে রয়েছে। এ ছাড়াও, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্কের কিছু কিছু জায়গায় জল জমেছে। পুরসভার তরফে সমস্ত ম্যানহোল খুলে রাখা হয়েছে। ফলে অনেক জায়গায় জল জমলেও দ্রুত তা নেমে গেছে। এদিকে, সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বেরিয়েছে স্কুল-কলেজের পড়ুয়া ও অফিসযাত্রীরা। পাশাপাশি VIP রোডে কৈখালির জল-যন্ত্রণা। সকালেও হলদিরামের কাছে VIP রোডে হাঁটুজল। ধীর গতিতে গাড়ি চলাচল করছে। রাস্তায় বেরিয়ে ভোগান্তি মানুষের। বিশেষ করে নাকাল হচ্ছেন পথচারী এবং দু’চাকার আরোহীরা। জলা জমার জেরে বোঝা যাচ্ছে না খানাখন্দ। বাস-গাড়িতে যাতায়াত করতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে।
যদিও দুর্ভোগ থেকে এখনই রেহাই মিলছে না। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কার্যত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ দুয়েক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দিনভর কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি।





















