Kolkata: 'নিখোঁজ' স্বামী! পুলিশের বিরুদ্ধেই অভিযোগ স্ত্রীয়ের, দাবি সিবিআই তদন্তের
Kolkata News: মহিলার অভিযোগ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের শীর্ষকর্তা, সব মহলে চিঠি দিয়েও কোনও সুরাহা হয়নি। যদিও কলকাতা পুলিশ সূত্রে দাবি, মহিলার পুরো অভিযোগই মিথ্যা।
হিন্দোল দে, কলকাতা: ৬ মাস আগে কোনও কারণ না দেখিয়েই স্বামীকে (Husband) বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ (Police)। তারপর থেকেই নিখোঁজ স্বামী (missing)। পুলিশের বিরুদ্ধে অভিযোগই নেয়নি পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বেহালার সরশুনার এক মহিলা। দাবি করেছেন সিবিআই তদন্তের (CBI Investigation)। পুলিশের দাবি, পুরোটাই মিথ্যা অভিযোগ।
ঠিক কী অভিযোগ মহিলার?
২৭ সেপ্টেম্বর, ২০২১। অভিযোগকারিণীর দেওয়া ভিডিও অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত ২টো নাগাদ বাইকে পুলিশের পোশাকে হাজির হলেন একজন। সঙ্গে এক ব্যক্তি।
রাত ২ টো বেজে ৮। আবার দেখা গেল বাইক ঢুকতে। পুলিশের পোশাকে থাকা ব্যক্তি একদিকে দৌড়ে গেলেন। আর সাদা হেলমেট মাথায় ব্যক্তি গলিতে ঢুকে গেলেন। এই ফুটেজ দিয়ে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বেহালার সরশুনা রোডের বাসিন্দা কাঞ্চন শর্মা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
মহিলার অভিযোগ, কোনও কারণ না দেখিয়ে গত বছর ২৭ সেপ্টেম্বর গভীর রাতে স্বামী রাজকুমার শর্মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সরশুনা থানার পুলিশ। তারপর থেকে পেশায় রাজমিস্ত্রি স্বামী নিখোঁজ। এখন সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন মহিলা।
নিখোঁজ রাজকুমার শর্মার স্ত্রী কাঞ্চন শর্মার দাবি, 'আমি আর স্বামী ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। প্রথমে বাইকে দুজন পুলিশ আসে সরশুনা থানা থেকে। পরে গাড়িতে আরও একজন পুলিশ আসেন। কী কারণে ধরতে এসেছে কিছু বলেনি। ওই দিনই গভীর রাতে আবার এসে বাড়ির পিছন দিয়ে ঢুকে তুলে নিয়ে চলে যায়।'
দীর্ঘ সময় ধরে দুই ব্যক্তির নানা গতিবিধি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। রাত ২টো ১৩ মিনিট নাগাদ একই জায়গা থেকে বেরিয়ে আসতে দেখা গেল দুজনকে।
মহিলার অভিযোগ, পরের দিন সকালে থানায় গেলে হেনস্থা করার পাশাপাশি বলা হয় তাঁর স্বামী চলে গিয়েছেন।
আরও পড়ুন: North 24 Paraganas: জনবহুল এলাকায় গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী
কাঞ্চন শর্মার বক্তব্য, 'থানায় যেতে ওরা বলল, চলে গিয়েছে। আমাকে বসিয়ে রেখে দিল। নিরুদ্দেশ ছাড়া কোনও অভিযোগ নেয়নি পুলিশ। এখন আমাকে ফাঁসাতে চায়। ঘরে গাঁজা অস্ত্র ঢোকাতে চাইছে। আমি স্বামীর নিখোঁজ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।'
মহিলার অভিযোগ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের শীর্ষকর্তা, সব মহলে চিঠি দিয়েও কোনও সুরাহা হয়নি।
এক সমাজকর্মীর কথায়, 'পুলিশ পুলিশের বিরুদ্ধে তো কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা সামনের সপ্তাহে এই নিয়ে আদালতে যাব। সিবিআই দাবি করছি।'
আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন, বগটুইয়ে ভয়াবহ হত্যাকাণ্ড! রাজ্যে তোলপাড় ফেলে দেওয়া একাধিক ঘটনায় কাঠগড়ায় উঠেছে পুলিশের একাংশের ভূমিকা।
এমন আবহে, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সরব বেহালার সরশুনার মহিলা।
কলকাতা পুলিশের কী দাবি?
যদিও কলকাতা পুলিশ সূত্রে দাবি, মহিলার পুরো অভিযোগই মিথ্যা। মহিলাই সাহায্য চেয়েছিলেন তাঁর স্বামী পুকুরে পড়ে গিয়েছে জানিয়ে। সেই মতো বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন নিয়ে এলাকায় গিয়েছিল পুলিশ। নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। বিহারের বাড়িতে লোক পাঠিয়েও তাঁর সন্ধান মেলেনি। তদন্ত চলছে।