Weather Update: ১৯৮০ সালের রেকর্ড ছুঁল কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে দাবদাহ থেকে মিলবে মুক্তি?
Kolkata Weather Update: আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত উত্তর ওদক্ষিণ চব্বিশ পরগনায় জারি থাকবে তাপপ্রবাহের কমলা সতর্কতা। হাওড়া, হুগলী, নদীয়ায় ২ মে পর্যন্ত জারি থাকবে তাপপ্রবাহের কমলা সতর্কতা
কলকাতা: অপেক্ষায় দিন গুনছে গোটা পশ্চিমবঙ্গবাসী। কবে মুক্তি মিলবে তীব্র এই দহনজ্বালা থেকে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সবার মনে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহান্ত থেকেই হতে পারে বৃষ্টি। তবে কবে? কোথায়? কোন কোন জেলার আবহাওয়া সামান্য বদলাবে আবার কোথায় বজায় থাকবে এমনই তীব্র দাবদাহ, সেটাই ভাবাচ্ছে সবাইকে। গোটা সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া? নজর রাখা যাক ওয়েদার আপডেটে।
আগামী অন্তত ৫দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এখনও রাজ্যে উত্তর-পশ্চিম দিক ও উত্তরদিন থেকে ঢুকছে রাজ্যে ঢুকছে গরম হাওয়া। এর ফলে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, আগের মতোই জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা। সেই সঙ্গে, সপ্তাহের শুরুর দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত উত্তর ওদক্ষিণ চব্বিশ পরগনায় জারি থাকবে তাপপ্রবাহের কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুরে আগামী ৩দিন জারি তাপপ্রবাহের লাল সতর্কতা। হাওড়া, হুগলী, নদীয়ায় ২ মে পর্যন্ত জারি থাকবে তাপপ্রবাহের কমলা সতর্কতা। মুর্শিদাবাদে আগামী ৪দিন জারি থাকবে লাল সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতেও জারি থাকবে তাপপ্রবাহের লাল সতর্কতা। সপ্তাহান্তে রয়েছে কমলা সতর্কতা। মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে মালদা, জলপাইগুড়ি কোচবিহার ও আশেপাশের এলাকায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৫ তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাস্প ঢোকা শুরু হবে। তবে সেইদিন থেকেই বৃষ্টি জুটবে না সব জেলার কপালে। ৫ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। তবে ৮ তারিখের পর থেকে আবার শুষ্কতার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পতন ঘটবে না। আজ দুপুর আড়াইটের সময় রেকর্ড তাপমাত্রা ছিল কলকাতায়। ১৯৮০ সালের রেকর্ড ছুঁল কলকাতা। আজ দুপুর আড়াইটের সময় কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।