Kolkata Weather Update : কলকাতায় তাপমাত্রা নামল ২২ এর নিচে, ক'দিন থাকবে এমন স্বস্তি?
Weather Update Today: শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
কলকাতা : এ কী তবে ক্ষণিকের স্বস্তি ? তীব্র তাপপ্রবাহের পরে প্রাণ জুড়িয়েছে সোম-সন্ধ্যার বৃষ্টি। কিন্তু সকলের একটাই আশঙ্কা। আবার কি এমন তীব্র গরম পড়বে? পড়লেও কবে ? স্বস্তির কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশই থাকবে মঙ্গলবার। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া । ইতিমধ্যেই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া-অফিস। মঙ্গলে বৃষ্টি হবে, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। চলবে রবিবার পর্যন্ত। সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়।
কলকাতার আবহাওয়া
সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে পুরো আকাশই মেঘে ঢাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও , সঙ্গে সোমবারের মতোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। চলবে শুক্রবার পর্যন্ত। ঝড় ও বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক এর থেকে নিচে নেমেছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামে ২১.৭ ডিগ্রিতে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন :
Loksabha Elections 2024 Phase 3: কোথায় কোথায় ভোট তৃতীয় দফায়? জানুন বিস্তারিত
এক নজরে আবহাওয়ার আপডেট
- মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
- ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে।
- বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
- বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
- সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে।