Loksabha Elections 2024 Phase 3: কোথায় কোথায় ভোট তৃতীয় দফায়? জানুন বিস্তারিত
Loksabha Elections 2024 Phase 3: এই দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা শুরু হয়েছিল এপ্রিলের ১২ তারিখ। আর জমা দেওয়ার শেষদিন ছিল ১৯ এপ্রিল।
নয়াদিল্লি: আজ হচ্ছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ১২টি রাজ্যের ৯৪টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে এই দফায়। এই দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা শুরু হয়েছিল এপ্রিলের ১২ তারিখ। আর জমা দেওয়ার শেষদিন ছিল ১৯ এপ্রিল। গুজরাট ও গোয়ার সবকটি অর্থাৎ গুজরাটের ২৬টি ও গোয়ার দুটি আসনে ভোট হবে এই দফায়। পশ্চিমবঙ্গেও মালদা ও মুর্শিদাবাদ জেলার মালদা উত্তর ও দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে নির্বাচন হবে।
কর্নাটকের উত্তর প্রান্তে থাকা ১৪টি লোকসভা আসনের পাশাপাশি মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রে যেখানে বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে দ্বিতীয় দফায় ভোট হয়নি। সেখানেও ভোট হবে আজকে।
এছাড়া ভোট হবে অসমের ধুবরি, কোকরাঝোড়, বরপেটা ও গুয়াহাটিতে। বিহারের ঝাঁনঝারপুর, সুপাউল, আরারিয়া, মাধেপুরা ও খাগারিয়াতে। ছত্তিশগড়ে ভোট হবে সুরগুজা, রায়গড়, জাঙ্গগীর-চম্পা, কোরবা, বিলাসপুর, দুর্গ ও রায়পুরে।
গোয়ার দুটি আসন উত্তর গোয়া ও দক্ষিণ গোয়ার পাশাপাশি ভোট হবে গুজরাটের কচ্ছ, বানাসকান্ত, পাটান, মাহেসানা, সাবারকান্ত, গান্ধীনগর, আমেদাবাদ পূর্ব, আমেদাবাদ পশ্চিম, সুরেন্দ্রনগর, রাজকোট, পোরবন্দর, জামনগর, জুনাগড়, আমরেলি, ভাবনগর, আনন্দ, খেদা, পঞ্চমহল, দাহোদ, ভাদোদরা, ছোট্টা উদয়পুর, ভারুচ, বারদোলি, সুরাট, নাভসারি ও ভালসাদে।
আরও পড়ুন: Loksabha Election 2024: রায়বরেলি থেকে লড়বেন রাহুল, জানিয়ে দিল কংগ্রেস
কর্নাটকে হবে ছিকোডি, বেলগাম, বাগেলকোট, বিজাপুর, গুলবার্গা, রায়চুড়, কোপ্পাল, বেল্লারি, হাভেরি, দারওয়াদ, উত্তর কানাডা, দাভেনগেরে, শিমোদা। মধ্যপ্রদেশে ভোট হবে ভিন্দ, ভোপাল, গুনা, গোয়ালিয়র, মোরেনা, রাজগড়, সাগর, বিদিশা ও বেতুলে।
মহারাষ্ট্রে ভোট হবে বারামতী, রায়গাদ, ওমানাবাদ, লাতুর, সোলাপুর, মাধা, সাংগিল, সাতারা, রত্নগিরি-সিন্ধদুর্গ, কোলাপুর, হাতেকানাগালে। উত্তরপ্রদেশের সাম্বাল, থাতেরাস, আগ্রা (এসসি), ফতেপুর সিক্রি, ফিরোজাবাদ, মৈনপুরী, এটোয়া, বদয়ুন, ওনলা, বারেলি। দাদার এবং নগর হাভেলি/দমন ও দিউয়ের দুটি আসন। আর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৯৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু আসনে অনেকগুলি স্পর্শকাতর বুথ রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অতীতে হিংসার ইতিহাস রয়েছে। তাই এখন কড়া নিরাপত্তায় নির্বাচন করানোর পরিকল্পনা রয়েছে তাদের। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।