Lagnajita Chakraborty: লগ্নজিতাকে গান গাইতে বাধা, ধৃত মেহবুব মল্লিকের ৪ দিনের পুলিশ হেফাজত
Singer Lagnajita Chakraborty: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠেছে স্কুল মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গতকালই গ্রেফতার করে পুলিশ।

পূর্ব মেদিনীপুর : লগ্নজিতাকে গান গাইতে বাধা, অভিযুক্তের ৪দিনের পুলিশ হেফাজত। ধৃত তৃণমূল নেতা মেহবুব মল্লিকের ৪ দিনের পুলিশ হেফাজত। ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, জানালেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। লগ্নজিতাকে হেনস্থার অভিযোগে গতকালই গ্রেফতার মূল অভিযুক্ত। ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠেছে স্কুল মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গতকালই গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। ৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে এই অভিযুক্তের। অন্যদিকে, এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হল শিল্পীকে। মারাত্মক এই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। শনিবার সেখানকার সাউথ পয়েন্ট পাবলিক সকুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তাঁর অভিযোগ, 'জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। এই ঘটনার পর ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী।
লগ্নজিতার অভিযোগ, 'একটা গান গেয়েছিলাম, জাগো মা বলে। সেটা সপ্তম গান। সেই গানটা শেষ করে কথা বলছিলাম, অষ্টম গানে যাব বলে। উনি চিৎকার করে বলেন, অনেক 'জাগো মা' হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনির কোনও বিষয় নেই। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক।' অভিযুক্ত মেহবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক। যদিও মেহবুব মল্লিকের পরিবারের দাবি, অতিরিক্ত টাকা চাওয়াকে ঘিরেই শিল্পীর সঙ্গে বচসা।
মেহবুব মল্লিকের ভাই মাসুদ মল্লিকের অভিযোগ, 'উনি টাইম দিয়েছিলেন ৪টেয়। শীতের কারণে দেরি হয়েছিল। সাড়ে ৬টা বেজে গিয়েছিল। উনি এটাতে খুব রেগে যান। অতিরিক্ত টাকা দাবি করেন। আমরা রাজি হয়নি। উনি যে গানটা গেয়েছিলেন বলা হয়েছিল যে, আপনি আরেকটা অন্য যে কোনও সেকুলার গান গান।'
এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।






















