Left Front Brigade: বামেদের ব্রিগেডকে 'হাঁসজারু ব্রিগেড' বললেন কুণাল, কটাক্ষে পিছিয়ে নেই দিলীপও
Left Front Brigade: বামেদের ব্রিগেড নিয়ে কী বললেন কুণাল ঘোষ? কটাক্ষ করে দিলীপ ঘোষই বা কী বলছেন?

কলকাতা : আজ ছিল বামেদের ব্রিগেড সমাবেশ। প্রতি বারের মতোই এবারও ব্রিগেডের মাঠ ভরিয়েছেন কর্মী-সমর্থকরা। তবে কাতারে কাতারে মানুষের সমাগম হলেও, এর প্রভাব কি আদৌ '২৬- এর ভোটব্যাঙ্কে পড়বে? এই প্রশ্ন উঠছেই। আর এর পাশাপাশি বামেদের এবারের ব্রিগেড নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি বিরোধী দলের নেতারা। তবে বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অন্যদিকে সমর্থন জানিয়ে সাফল্যের কামনা করেছেন একদা বামেদের জোটসঙ্গী আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকিও।
'হাঁসজারু ব্রিগেড'... বামেদের ব্রিগেড নিয়ে কী বললেন কুণাল ঘোষ
'যাঁরা লাল ঝাণ্ডা নিয়ে, বড় বড় কথা বলে, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে, ছবি তুলে যাঁরা বামেদের ব্রিগেডে যান, তাঁরাই তো বিজেপির ভোটার। ফলে দেখলে মনে হচ্ছে বামেদের, কিন্তু ওটা হাঁসজারু ব্রিগেড। ওখানে যাচ্ছে সব বিজেপির ভোটাররা, যাঁরা আবার বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। একে লোক নেই, দুইয়ে বিশ্বাসযোগ্যতা নেই, তিন সদস্য, সমর্থক নেই, যে'কটা জোগাড় করে আনতে পারে, সেগুলো গিয়ে ভোট দেয় বিজেপিকে। দেখুন নাচতে না জানলে উঠোন বাঁকা। লোক হবে না, যে'কজন কুড়িয়ে-বাড়িয়ে আছে তাদের মধ্যে আর্ধেক লোক আবার গোপনে বিজেপিকে ভোট দেয়, তাদেরকে নিয়ে এসে একটা পিকনিক করার চেষ্টা করছে। আসল কথা হচ্ছে, এটা একটা হাঁসজারু ব্রিগেড। এটা দেখলে মনে হচ্ছে বামেরা ডাকছে। কিন্তু এখানে থাকছে সব বিজেপির ভোটাররা।'
বামেদের ব্রিগেড নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষও, কী বলেছেন তিনি
'যেমন দুর্গাপুজো, কালীপুজো প্রত্যেক বছর হয়, একবার ব্রিগেড হয়। তার রেজাল্ট কী হয় সব আমরা জানি। লোকসভার আগে সমস্ত পার্টিকে নিয়ে, অন্য রাজ্য থেকে ডেকে নিয়ে এসেছিল, করেছিল, কী রেজাল্ট হয়েছে? তারপরে বিধানসভার আগে করেছিল, কী রেজাল্ট হয়েছে? ও রেজাল্ট ওটাই হবে, যাই করুক ওরা, কারণ মানুষ তাদেরকে ভুলে গিয়েছে। আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা বলে, আর পশ্চিম বাংলাতে তো আজকে যে জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে, তাদের হাতে ওরাই তুলে দিয়ে গিয়েছে, তো তার খেসারত এখানকার মানুষকে দিতে হচ্ছে। তারা ব্রিগ্রেড করুক, যাই করুক, তাতে কিছু যায় আসবে না। অন্যকে গালাগালি, দোষ চাপিয়ে অনেকদিন চালিয়েছেন ওনারা। মানুষ তাই ভুলতে বসেছে। ঠিক আছে। অস্তিত্ব আছে এটা দেখাবার জন্য ওনারা এটা করছেন।'






















