Narayan Debnath Health Update: এখনও সঙ্কট কাটেনি, ভেন্টিলেশনেই নারায়ণ দেবনাথ
Narayan Debnath Health Update: বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: লেখক-শিল্পী নারায়ণ দেবনাথকে (Narayan Debnath) ঘিরে উদ্বেগ কাটছে না। এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন প্রখ্যাত কার্টুনিস্ট (Cartoonist)। হাসপাতালে ভেন্টিলেটশন সাপোর্টেই রয়েছেন তিনি। রবিবার রাতে তাঁকে দুই ইউনিট রক্তও দেওয়া হয়েছে বলে জানাল হাসপাতাল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণবাবু। হাসপাতাল সূত্রে খবর, এখোন ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও, শিল্পীর শরীরে অন্য ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল রয়েছে। শারীরক ভাবে দুর্বল হয়ে পড়লেও, সজাগ রয়েছেন ৯৬ বছরের নারায়ণবাবু। চিকিৎসকদের কায় তিনি সাড়াও দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে। মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে দেখতেও যান হাসপাতালে। সেখানে অরূপের কাছ থেকে নারায়ণবাবুর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
আরও পড়ুন: Weather Update : পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ, আজ কেমন থাকবে তিলোত্তমা ?
নারায়ণবাবুর চিকিৎসায় হাসপাতালের তরফে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। শনিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত বৃহস্পতিবার হাসপাতালের শয্যাতেই শিল্পীর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয়। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম ওঠে নারায়ণবাবুর। শারীরিক অসুস্থতার জেরে দিল্লিতে সম্মান নিতে যেতে পারেননি শিল্পী। প্রথমে কেন্দ্র জানায়, নারায়ণবাবুর বাড়ির সদস্যদের দিল্লি গিয়ে ‘পদ্মশ্রী’ সম্মান সংগ্রহ করতে হবে। তার পর বলা হয়, বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সম্মান।
সেই নিয়ে টালবাহানায় কয়েক মাস কেটে গেলেও সম্মান হাতে পাননি নারায়ণবাবু। কবে হাতে সম্মান পাবেন তিনি, সে নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ধনখড়ও। বরং রাজভবন থেকে শিল্পীর বাড়িতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেওয়া হয়। এত দিন পর শয্যাশায়ী অবস্থায় সেই সম্মান তুলে দেওয়া হয় নারায়ণবাবুর হাতে।